জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই ইডির নজরে বেশ কয়েকজন, কাদের কাদের ডাকা হতে পারে?

জ্যোতিপ্রিয় গ্রেফতার হতেই ইডির নজরে বেশ কয়েকজন, কাদের কাদের ডাকা হতে পারে?

jyotipriya mallick

কলকাতা: শিক্ষা ক্ষেত্র ও পুরসভায় নিয়োগ দুর্নীতির পর এবার রেশন দুর্নীতির অভিযোগে শোরগোল রাজ্যে। বাকিবুর রহমান গ্রেফতার হওয়ার পরই রেশন বণ্টন দুর্নীতি কণ্ডে উঠে আসে রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম।  বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টা থেকে সল্টলেক বিসি ব্লকে মন্ত্রীর পাশাপাশি দুটি বাড়িতে দীর্ঘ তল্লাশি অভিযান চালায় ইডি। চলে জিজ্ঞাসাবাদ৷ প্রায় ২০ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর শুক্রবার ভোরে জ্যোতিপ্রিয় মল্লিককে তাঁর সল্টলেকের বাড়ি থেকে গ্রেফতার করা হয়৷ রেশন বন্টন মামলায় এই প্রথম কোনও মন্ত্রীকে গ্রেফতার করল ইডি৷  তবে ইডির নজরে রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের বেশ কয়েকজন ঘনিষ্ঠও। তারা কারা? 

জানা গিয়েছে, বালু গ্রেফতার হওয়ার পর ইডির নজরে রয়েছেন একদা ছাত্র পরিষদের এক তরুণ নেতা। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের পদাধিকারী তিনি। সূত্রের খবর, তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে জেলা তৃণমূলের প্রাক্তন এক সভাপতির৷ সেই ঘনিষ্ঠতার সূত্রেই কাউকে কাউকে কাউন্সিলরের টিকিট পাইয়ে দিয়েছিলেন ওই নেতা৷ 

এছাড়াও তালিকায় রয়েছে হাবড়া এলাকার এক তরুণ কাউন্সিলর। তিনি ছাত্র রাজনীতির সঙ্গেও যুক্ত৷ অনেকেই বলেন, প্রাক্তন খাদ্যমন্ত্রীর সঙ্গে নাকি তাঁর মাখোমাখো সম্পর্ক৷ সেই সূত্র ধরেই আর্থিক এবং সামাজিক পরিস্থিতিতে বদল ঘটে ওই তরুণের। এছাড়াও নজরে আছেন এক আইনজীবী। যাঁর বাড়িতে হামেশাই দেখা যেত বনমন্ত্রীকে৷ 

ইডির স্ক্যানারে রয়েছেন বিধাননগর পুর এলাকার প্রাক্তন এক কাউন্সিলরও। গত কয়েক বছর ধরে বিভিন্ন জায়গায় মন্ত্রীর প্রায় ছায়াসঙ্গী ছিলেন তিনি। এছাড়াও মন্ত্রীর বিধানসভা এলাকার (হাবড়া) বেশ কয়েকজন কাউন্সিলরও ইডি-র আতস কাচে রয়েছে বলে সূত্রের খবর। তাঁদের একে একে ডাকা হতে পারে বলে মনে করা হচ্ছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 − 9 =