‘কাঁচা বাদামে’ খ্যাত ভুবন! বাদ্যকারের ‘রাজবাড়ির’ অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে

‘কাঁচা বাদামে’ খ্যাত ভুবন! বাদ্যকারের ‘রাজবাড়ির’ অন্দরমহল দেখলে চোখ কপালে উঠবে

বীরভূম:  একটি গানেই বদলেছে ভাগ্য৷ ভুবন খ্যাত হয়েছেন ভুবন বাদ্যকর৷ তাঁর নাম-খ্যাতি এখন সর্বত্র৷ একের পর এক অনুষ্ঠানে গান গাওয়ার ডাক আসছে৷ মিলছে অর্থও৷ এরই মধ্যে ভুবন জানিয়েছেন, তিনি আর বাদাম বিক্রি করতে চান না৷ মন দিতে চান গানে৷ তাঁ এই মন্তব্যে বিস্তর বিতর্কও হয়েছে৷ এর পরেই তড়িঘড়ি সুর বদলে ভুবন বলেছিলেন, মানুষের ভালোবাসায় সব পেয়েছি৷ মানুষ চাইলে বাদামও বেচবে৷ 

আরও পড়ুন- ‘নুসরত নিখোঁজ, সন্ধান চাই’, পোস্টারে ছয়লাপ বসিরহাট, সাংসদকে খুঁজছে দলও!

প্রসঙ্গত, এই বাদাম বিক্রি করতে করতেই কাঁচা বাদাম গানটি বেঁধেছিলেন ভুবন বাদ্যকর৷ সেই গানের দৌলতেই এখন তিনি রাজপ্রাসাদের মালিক৷ তাঁর বাড়ির অন্দরসজ্জা দেখলে অনেকেরই চোখ কপালে উঠবে৷ সম্প্রতি ইউটিউবে ‘আমার বীরভূম’ নামে একটি চ্যানেল থেকে ‘বাদাম কাকু’র বাড়ির অন্দরমহলের সাজসজ্জার ছবি শেয়ার করা হয়েছে৷ ওই ভিডিয়োতে ভুবন নিজেই ঘুরে ঘুরে তাঁর বাড়ির ছবি দেখিয়েছেন৷ অবশ্য সেটাকে সাদামাটা বাড়ি বললে ভুলই বলা হবে৷ কারণ সেটি ছোটখাটো রাজপ্রাসাদের চেয়ে কম নয়। একতলা বাড়িতে রয়েছে দুটি ঘর, রান্নাঘর, শৌচাগার এবং সুদৃশ‍্য বারান্দা।

জানা গিয়েছে, একজন ইন্টেরিয়র ডিজাইনার নিজে থেকেই ভুবনের বাড়ি সাজিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছেন। ভুবনের বাড়ি দেখলে চোখে ধাঁধা লাগতে পারে। পুরো বাড়িটাই সাদা মার্বেল পাথরে মুড়ে দিয়েছেন ভুবন। ফলস সিলিংয়ে লেখা ‘রাধে রাধে’। আধুনিকতার সঙ্গে বাঙালিয়ানার অসাধারণ ককটেলে তৈরি হয়েছে ভুবনের বাড়ির অন্দরমহল। দেওয়ালে আঁকা হয়েছে ভুবনের একটি ছবিও। রাজপ্রাসাদের ‘রাজা’ হওয়ার পর ভুব অবশ্য জানিয়েছেন, ‘‘সবার আশীর্বাদেই এই বাড়ি তৈরি করতে পেরেছি৷ এখনো বাড়ির সম্পূর্ণ রঙ হয়নি। প্লাস্টারের কাজও কিছুটা বাকি আছে।’’ শুধুমাত্র অন্দরসজ্জাতেই নাকি ৩ থেকে ৪ লক্ষ টাকা খরচ করেছেন বাদাম কাকু। তাঁর বাড়ির সাজগোজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়ে গিয়েছে৷ 

এক সময় রাস্তায় রাস্তায় ঘুরে ‘কাঁচা বাদাম’ বিক্রি করতেন ভুবন৷ গান লিখেছিলেন, “বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাইকো বুবু ভাজা বাদাম/ আমার কাছে আছে শুধু কাঁচা বাদাম।” সেই তিনিই আজ লক্ষ লক্ষ টাকার বাড়ির মালিক। তাঁর কাঁচা বাদাম গান এতটাই ভাইরাল হয়েছে যে, ভুবন আজ সেলিব্রিটি৷ নিজের উপার্জনের টাকায় একটি সেকেন্ড হ্যান্ড গাড়িও কিনেছেন ভুবন৷ তৈরি করছেন পেল্লাই বাড়ি৷