কলকাতা: ফেব্রুয়ারি মাস পড়তে না পড়তেই গরম অনুভূত হয়েছে ব্যাপকভাবে। আর এখন তো গরমকালের শুরুই হয়ে গিয়েছে। এই আবহে কালবৈশাখী নিয়ে বড় আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর। তারা জানিয়েছে, খুব তাড়াতাড়ি আসতে চলেছে এই ঝড়। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর প্রভাব পড়বে। তাছাড়া বাদ যাবে না উত্তরবঙ্গও, এমনই পূর্বাভাস দেওয়া হচ্ছে।
আরও পড়ুন- বাড়ছে গ্যাসের দাম, কী করে জ্বালানির সাশ্রয় করবেন? মেনে চলুন সহজ নিয়মগুলি
হাওয়া অফিস জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে এক অক্ষরেখা বিহার, ছত্তিশগড় হয়ে পশ্চিমবঙ্গের ওপর দিয়েও বিস্তৃত হয়েছে। তার ফলে সপ্তাহান্তে আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে। সব অঙ্ক মিলে গেলে আগামী সপ্তাহেই কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। রাজ্যের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং-সহ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, দুই মেদিনীপুর, দুই বর্ধমানে শনিবার থেকেই মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস। একই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেও আভাস মিলেছে। আগামী সপ্তাহে আরও এক দফায় এমন হতে পারে মূলত দক্ষিণবঙ্গে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মার্চেই ৩৫ ডিগ্রি গরম! Maximum temperature to exceed 35 degrees Celsius in March” width=”560″>
আপাতত অনুমান করা হচ্ছে, আগামী বুধবার থেকে কলকাতা সহ পার্শ্ববর্তী অঞ্চলে আবহাওয়ার বদল ঘটবে। প্রাথমিকভাবে বৃষ্টি না হলেও আকাশ মেঘলা থাকবে। তবে গরম অনুভূত হবেই। ৩০ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে তাপমাত্রার পারদ। এই সপ্তাহের শেষেও কলকাতা এবং তার সংলগ্ন উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা নেই।