ত্রিমুখী লড়াইয়ে কালীগঞ্জ, বুথে ভোটার কম, পোলিং এজেন্ট নিয়ে উত্তেজনা

কালীগঞ্জ: বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব৷ তবে সকাল থেকেই ভোটারদের সাড়া তুলনামূলকভাবে কম। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে…

Kaliganj By-election

কালীগঞ্জ: বৃহস্পতিবার সকাল সাতটা থেকে শুরু হয়েছে নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোটগ্রহণ পর্ব৷ তবে সকাল থেকেই ভোটারদের সাড়া তুলনামূলকভাবে কম। টানা কয়েকদিনের বৃষ্টির ফলে সাধারণ মানুষ এখনও পর্যন্ত ভোটকেন্দ্রে বিশেষভাবে যাচ্ছেন না। একাধিক বুথ প্রায় ফাঁকা৷ তবে কিছু বুথে বিচ্ছিন্নভাবে ভোটারদের উপস্থিতি চোখে পড়েছে।

এই উপনির্বাচনকে ঘিরে রাজনৈতিক উত্তাপ যথেষ্টই, কারণ আগামী বছরের বিধানসভা নির্বাচনের আগে এটিকে রাজনৈতিক রিহার্সাল হিসেবে দেখছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা। মূলত তৃণমূল, বিজেপি ও বাম সমর্থিত কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াইতে জমে উঠেছে রাজনৈতিক ময়দান।

ভোটে নিরাপত্তা ও কমিশনের তৎপরতা

ভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশন বেশ তৎপর। প্রতিটি বুথে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, রাজ্য পুলিশের সদস্য এবং পর্যাপ্ত সিসিটিভি নজরদারি। মোট ১৪ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মাঠে রয়েছে। এক পোলিং এজেন্ট জানালেন, “অন্যান্যবারের তুলনায় এবারের ব্যবস্থা অনেক বেশি পেশাদার। কমিশনের তরফে প্রয়োজনীয় সবরকম সুবিধা পেয়েছি।”

 বুথে উত্তেজনা: প্রিসাইডিং অফিসার বনাম বিজেপি প্রার্থী Kaliganj By-election

ভোট চলাকালীন উত্তেজনার বাতাবরণ তৈরি হয় চাঁদঘর আদর্শ বিদ্যাপীঠের ৫৬ নম্বর বুথে। অভিযোগ, বিজেপি পোলিং এজেন্টকে বুথে বসতে দেওয়া হয়নি। প্রিসাইডিং অফিসারের দাবি, ওই এজেন্ট সংশ্লিষ্ট বুথের ভোটার না হওয়ায় তাঁকে বসতে দেওয়া হয়নি।
বিজেপির পাল্টা অভিযোগ, “এটা কমিশনের নিয়ম ভাঙা। এমন কোনও নিয়ম নেই যে এজেন্টকে সেই বুথের ভোটারই হতে হবে। এটা প্রিসাইডিং অফিসারের পক্ষপাতিত্ব। তিনি শাসকদলের হয়ে কাজ করছেন।” এই ইস্যুতে বিজেপি প্রার্থী ও প্রিসাইডিং অফিসারের মধ্যে তীব্র বাদানুবাদ হয়, যা ভোটকেন্দ্রে উত্তেজনার সৃষ্টি করে।

দলীয় পতাকা ও পোস্টার সরাল কমিশন

নির্বাচন বিধি মেনেই নির্বাচন কমিশনের আধিকারিকরা ভোট শুরুর পর থেকেই ভোটকেন্দ্রের ১০০ মিটারের মধ্যে থাকা সব ধরনের দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন খুলে ফেলেন।

একাধিক বুথের সামনে তৃণমূল, বিজেপি ও কংগ্রেসের তরফে পোস্টার ও পতাকা লাগানো ছিল, যা দ্রুত সরিয়ে ফেলা হয়।

প্রথম ভাগে কম ভোটদানের হার নিয়ে উদ্বেগ থাকলেও, কমিশনের আশা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার সংখ্যা বাড়বে। ত্রিমুখী এই নির্বাচনী লড়াইয়ে কে এগিয়ে থাকে, তা স্পষ্ট হবে ভোটদানের হারে ও বুথফেরত ছবিতে।

Bengal: Voting for the Kaliganj by-election in Nadia, West Bengal, commenced Thursday morning with low voter turnout, potentially due to continuous rain. Amidst tight security and a three-way political battle, a controversy erupted between a BJP candidate and a presiding officer over a polling agent.