কল্যাণ অন্য দলের এজেন্ট! গাড়ি ভাঙচুরে রাজনৈতিক যোগ নেই: পুলিশ

কল্যাণ অন্য দলের এজেন্ট! গাড়ি ভাঙচুরে রাজনৈতিক যোগ নেই: পুলিশ

কলকাতা: বিজেপি নেতা কল্যাণ চৌবে এবার নিজের বিতর্কে জড়িয়ে পড়েছেন। তিনি বিজেপি নেতা হয়েও নাকি অন্য দলের এজেন্ট! এদিকে, পুলিশ জানিয়েছে, তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় কোনও রাজনৈতিক যোগ নেই, অন্য গাড়ি চালকের সঙ্গে বচসার জেরে এই ঘটনা ঘটেছে। ইতিমধ্যেই সিসিটিভি ফুটেজের ভিত্তিতেই এই দাবি করেছে পুলিশ। 

আরও পড়ুন- মমতাকে ভোট দেওয়ার ছবি প্রকাশ! ছেলের জন্য বিতর্কে শোভনদেব

নির্বাচন কমিশন সূত্রে খবর, বিজেপি নেতা কল্যাণ চৌবে আদতে হিন্দুস্তানি আওয়াম মোরচার এজেন্ট! বিহারের জিতেন রাম মাজির দলের এজেন্ট তিনি। যদিও এই ব্যাপারে কল্যাণ জানাচ্ছেন, তারা একই ভাবধারায় বিশ্বাসী। অন্যদিকে, তাঁর গাড়ি ভাঙচুরের ঘটনায় পুলিশ জানাচ্ছে, এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনও যোগই নেই। এক মোটরবাইক চালকের সঙ্গে বচসা হয় কল্যাণের। সেই বচসা থেকেই গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ইস্যুতে সিসিটিভি ফুটেজ তারা প্রকাশ করেছে। যদিও কল্যাণ দাবি করেছিলেন যে, বিজেপি ভুয়ো ভোটার ধরে নেওয়ার জেরেই ভাঙচুর চালানো হয়। তাই নাম না করে তৃণমূলেই নিশানা করেছেন তিনি। 

কল্যান চৌবে জানিয়েছিলেন, তিনি আদতে এই ঘটনায় ভিত। কারণ বিকেল বেলা ভবানীপুরের মতো অভিজাত এলাকায় এই ভাবে তার গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে সেটা তিনি কিছুতেই মানতে পারছেন না। তিনি সন্দেহ প্রকাশ করে বলছেন যে, ভবানীপুরের মত এলাকায় যদি ভরদুপুরে এই রকম ঘটনা ঘটে তাহলে বাকি যে দু জায়গায় ভোট হচ্ছে আজ সেখানে এর থেকেও খারাপ ঘটনা ঘটতে পারে। একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন যে ভবানীপুর কেন্দ্রে প্রচুর পুলিশ মোতায়েন থাকলেও ঘটনাস্থলে সেই ভাবে কোন পুলিশ ছিল না। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − 4 =