ফের কামারহাটিয়ে ডায়েরিয়ায় মৃত্যু, এলাকায় আতঙ্কের পরিবেশ

ফের কামারহাটিয়ে ডায়েরিয়ায় মৃত্যু, এলাকায় আতঙ্কের পরিবেশ

 

বারাসত: ফের ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল কামারহাটি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড দাসুবাগান এলাকায় এক ব্যক্তির৷ ঘটনার জেরে একই সঙ্গে এলাকায় আতঙ্ক এবং শোকের ছায়া নেমে এসেছে৷

স্থানীয় সূত্রের খবর, দাশু বাগান এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়া বছর পঁয়ত্রিশের ওই ব্যক্তির নাম মহম্মদ মমতাজ আহমেদ৷ বেশ কয়েকদিন ধরে বমি পায়খানা হচ্ছিল  মমতাজের৷ শনিবার তাঁকে কামারহাটি সাগর দত্ত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক হাসপাতালে না থাকায় তাকে বাড়িতে ফিরিয়ে আনা হয়৷ রাতে অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নিয়ে যাওয়া হয় মমতাজকে৷

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মমতাজ চিকিৎসাধীন ছিলেন হাসপাতালে৷ তবে চিকিৎসায় সাড়া মিলছিল না৷ বেলার দিকে মৃত্যু হয় তাঁর৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পৌরসভার জল তাঁরা খেতে পারছেন না৷ মমতাজের মৃত্যুর ঘটনার পর এলাকায় শোকের ছায়ার পাশাপাশি আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷ অবিলম্বে এলাকায় পরিশুদ্ধ পানীয় জলসরবরাহের দাবি তুলেছেন বাসিন্দারা৷ কারণ, দু’সপ্তাহ পরেও এলাকায় ডায়েরিয়ার সংক্রমণ অব্যাহত৷

বাসিন্দারা বলছেন, ক্রমেই বাড়ছে ডায়েরিয়ার প্রকোপ৷ ডায়েরিয়া আক্রান্তের সংখ্যা এখনও প্রায় শতাধিক৷ এদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন৷ বেসরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ডায়েরিয়া মৃত্যু হয়েছে পাঁচজনের৷ পরিস্থিতি খতিয়ে দেখতে সম্প্রতি এলাকা পরিদর্শনে আসেন রাজ্যের স্বাস্থ্য দফতরের জয়েন্ট ডিরেক্টর, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ ছয় সদস্যের একটি প্রতিনিধি দল। পাশাপাশি তারা সাগর দত্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডও পরিদর্শন করেন৷

প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুরসভার জল থেকে এই সংক্রমণ ছড়িয়েছে৷ ইতিমধ্যেই পুরসভার তরফে মাইকিং করে পুরসভার তরফে সরবরাহ করা জল ব্যবহার করতে নিষেধ করা হয়েছে। পাল্টা হিসেবে বাসিন্দারা বলছেন, পর্যাপ্ত পানীয় জল সরবরাহ না থাকার ফলেই সমস্যা তৈরি হচ্ছে এলাকায়৷ বাড়ছে ডায়েরিয়ার প্রকোপ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 20 =