দিন শেষে নতিস্বীকার কাঞ্চনের! জানালেন ‘ভেঙে পড়ার’ আসল কারণ

কলকাতা: দিনের শেষে প্রকাশ্যে ভুল স্বীকার করলেন উত্তরপাড়ার বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক। আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে যে চিকিৎসকেরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তাঁদের উদ্দেশে রবিবার কাঞ্চনের…

কলকাতা: দিনের শেষে প্রকাশ্যে ভুল স্বীকার করলেন উত্তরপাড়ার বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক।

আরজি কর-কাণ্ডের প্রেক্ষিতে যে চিকিৎসকেরা বিক্ষোভ করছেন, কর্মবিরতি পালন করছেন, তাঁদের উদ্দেশে রবিবার কাঞ্চনের প্রশ্ন ছিল, ‘বেতন নেবেন তো?’ শাসকদলের বিরোধিতা করে চিকিৎসকের ধর্ষণ এবং খুনের বিচার চাইছেন যে সরকারি চাকুরেরা, তাঁরা পুজোর বোনাস গ্রহণ করবেন কি না, সেই প্রশ্নও তুলেছিলেন উত্তরপাড়ার তারকা-বিধায়ক। কিন্তু,
জুনিয়র চিকিৎসকেরা যে সরকারি বেতন বা বোনাস কিছুই পান না, সেটা কী জানেন না শাসকদলের বিধায়ক? প্রশ্ন ওঠে সমাজের সব স্তর থেকেই। এমনকি কাঞ্চনকে তাঁর সহ অভিনেতাদেরই কেউ ত্যাজ্য বন্ধু করেছেন, কেউ বয়কটের হুমকি দিয়েছেন। তার পরেই তিনি ক্ষমাপ্রার্থী। এক ভিডিয়ো বার্তায় বললেন, “গতকাল একটি ধর্নামঞ্চে আমি কিছু মন্তব্য করে ফেলি। যা নিয়ে সমালোচনা হয়। আমি আমার বক্তব্যের জন্য দুঃখিত এবং লজ্জিত।”

এছাড়াও কাঞ্চন বলেছেন, তাঁর ভাইয়ের সমান এক বন্ধুর মা মস্তিষ্কে রক্তক্ষরণ থেকে মৃতপ্রায়। ওই ব্যক্তি পরিষেবার কারণে কাঞ্চনের দ্বারস্থ হয়েছিলেন। চিকিৎসকদের ধর্মঘট থাকায় তাঁকে বাঁচানো যায়নি। তাই ভেঙে পড়েন তিনি।

জানান, তাঁর উপরেও আরজি কর মেডিক্যাল কলেজে ঘটে যাওয়া ঘটনার প্রভাব পড়েছে। তিনিও আন্তরিক ভাবে নির্যাতিতার ন্যায় চাইছেন। ভিডিয়োর শেষে একজন সাধারণ মানুষের মতোই সকলের থেকে ক্ষমা চেয়ে নেন।