কলকাতা: ২০১৯ সালে দিল্লি গিয়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। কিন্তু ২০২৩ সালের শুরুতেই দল ত্যাগ করলেন তিনি। জল্পনা ছিল যে বিজেপির সঙ্গে তাঁর দূরত্ব বাড়ছিল। অবশেষে দল ছেড়ে সেই জল্পনা সত্যি করে দিলেন তিনি। নিজের ফেসবুক পোস্টে দল ছাড়ার কথা নিজেই জানিয়েছেন কাঞ্চনা। যদিও সেখানে দল সম্পর্ক কোনও মন্তব্য করেননি। জানিয়েছেন, অন্য কথা।
আরও পড়ুন- সিড-কিয়ারার বিয়েতে হবে এলাহি ভূরিভোজ! জানেন কত রকম পদ থাকছে মেনুতে?
ফেসবুক পোস্টে অভিনেত্রী কাঞ্চনা মৈত্র জানিয়েছেন, ”কাজ ও পরিবারকে সময় দিতে চাইছি। তাই পার্টি আর রাজনীতিকে আপাতত বিদায় জানালাম।” কিন্তু কেন হঠাৎ এইভাবে দলত্যাগ করলেন তিনি, সে নিয়ে আলোচনা চলছে। অনেকেই এই ‘অজুহাত’ মানতে রাজি নয়। সূত্র মারফৎ জানা গিয়েছে, দলকে পুরনো কর্মীদের প্রতি যত্নশীল হওয়ার পরামর্শ দিয়েছেন কাঞ্চনা। তাই অনুমান করা হচ্ছে, বিজেপির যে নব্য-পুরনো দ্বন্দ্ব তাকেই আবার প্রকাশ্যে আনলেন তিনি। শেষ কয়েক বছরে বিজেপির একাধিক কর্মসূচিতে যোগ দিয়েছেন তিনি। কিন্তু একটা সময়ের পর দলের সঙ্গে দূরত্ব বাড়াতে শুরু করেন কাঞ্চনা। দলের কোনও কর্মসূচিতে দেখা যাচ্ছিল না তাঁকে।
সামনে পঞ্চায়েত ভোট। সব রাজনৈতিক দলগুলিই নিজেদের মতো করে প্রচারে নেমেছে। বিগত কয়েকটি নির্বাচনে তৃণমূলের বিরুদ্ধে খুব একটা ভালো ফল করতে পারেনি বিজেপি। তাই এই ভোট গেরুয়া শিবিরের কাছে অন্য চ্যালেঞ্জ। তাই তার আগে এই দলত্যাগ বিজেপিকে কি ধাক্কা দেবে? সময় বলবে।