কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা, মিঠুন-দিলীপের নামে থানায় অভিযোগ

কঙ্গনার বিরুদ্ধে জামিন অযোগ্য মামলা, মিঠুন-দিলীপের নামে থানায় অভিযোগ

 

কলকাতা: বলিউডের অন্যতম বিতর্কিত অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে এবার এফআইআর করতে চেয়ে উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করল তৃণমূল৷ স্থানীয় এক তৃণমূল নেতা উল্টোডাঙা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে খবরে প্রকাশ৷ জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ৷ একই সঙ্গে মিঠুন চক্রবর্তী ও দিলীপ ঘোষের নামেও থানায় অভিযোগ দায়ের করছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব৷

বাংলায় ভোট পরবর্তী হিংসার প্রসঙ্গ তুলে ধরে কঙ্গনা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘রক্তপিপাসু দানবী’ বলে আক্রমণ বেলাগাম আক্রমণ করেন সোশ্যাল মিডিয়ায়৷ কোনও রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে আক্রমণ করা যায় কি না, তা নিয়ে দেশজুড়ে তৈরি হয় তীব্র৷

এবার সেই ঘটনায় জেরে ঋজু দত্ত নামের এক স্থানীয় তৃণমূল কর্মী পুলিশে অভিযোগ দায়ের করে বলে খবরে প্রকাশ৷ শুধু বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত নন, কলকাতার মানিকতলায় ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তীর নামেও লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে খবর৷ একই সঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়েছে বলে খবরে প্রকাশ৷

স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় করা কঙ্গনার মন্তব্য ঘৃণাসূচক৷ তাতে রাজ্যে সাম্প্রদায়িক হানাহানির আশঙ্কাও প্রকাশ করা হয়েছে৷ একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ৷ খবরে প্রকাশ, স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগের ভিত্তিতে পুলিশ কঙ্গনার বিরুদ্ধে ১৫৩এ-র জামিন অযোগ্য একাধিক ধারায় মামলা দায়ের করেছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =