দুর্নীতিতে অভিযুক্ত অয়নের টাকাতেই ছবি কৌশিকের? একই ফ্রেমে ঋত্বিক, সোহিনী, অর্জুন

দুর্নীতিতে অভিযুক্ত অয়নের টাকাতেই ছবি কৌশিকের? একই ফ্রেমে ঋত্বিক, সোহিনী, অর্জুন

কলকাতা: দুর্নীতির জালের আরও গভীরে ঢুকে পড়ছে টলিউড। কিছুতেই যেন নিজেদের এর থেকে দূরে রাখতে পারছে না। নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়া কুন্তলের সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং কৌশানি মুখোপাধ্যায়ের যোগসূত্র মিলেছিল। বনি কুন্তলের থেকে নেওয়া টাকা ফেরত পর্যন্ত দিয়েছেন। ঠিক এর পর ইডি গ্রেফতার করেছে অয়ন শীল নামের ব্যক্তিকে। যিনি আদতে গ্রেফতার হওয়া অন্য নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ। এই অয়নের সঙ্গেও টালিগঞ্জ ইন্ডাস্ট্রির যোগ ধরা পড়ল। কোনও ছোটখাটো নাম নয়, একেবারে জাতীয় পুরষ্কার প্রাপ্ত পরিচালক-অভিনেতা কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে যোগ ধরা পড়েছে তাঁর। 

আরও পড়ুন- ন্যূনতম আবেদন ফর্ম না ভরেও পুরসভায় চাকরি, নেপথ্যে অয়ন! বিস্ফোরক দাবি

একাধিক তথ্য খতিয়ে দেখে ইডি জানতে পেরেছে প্রোমোটার অয়ন শীলের টাকায় ছবি বানিয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়! সেই ছবিতে অভিনয় করেছিলেন সোহিনী সরকার, ঋত্বিক চক্রবর্তী, অর্জুন চক্রবর্তীর মতো তারকারা। শুধু তাই নয়, ‘কবাডি কবাডি’ নামের এই ছবির সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন খোদ অয়ন শীল, সঙ্গে ছিল তাঁর ‘বান্ধবী’ শ্বেতা চক্রবর্তীও। সকলের উপস্থিত থাকার একটি ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সূত্র মারফৎ আরও জানা গিয়েছে, অয়নের বাড়িতে তল্লাশি চালিয়ে যে সমস্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছে, তাতে সংশ্লিষ্ট সিনেমা সংক্রান্ত কাগজপত্র রয়েছে। এমনকি কাকে কত পারিশ্রমিক দিতে হবে, সেই তথ্যও পাওয়া গিয়েছে।