কলকাতা: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে কংগ্রেস নেতা তথা আইনজীবী কৌস্তভ বাগচিকে গ্রেফতার করেছিল পুলিশ। পরে অবশ্য তাঁর জামিন হয়। এবার সেই পুলিশেরই দ্বারস্থ হলেন কৌস্তভ। কংগ্রেস নেতার দাবি তাঁর প্রাণ সংশয়ের আশঙ্কা আছে, তাই নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে গিয়েছেন তিনি। এক্ষেত্রেও তিনি নিশানা করেছেন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে।
আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?
বারাকপুর কমিশনারেটের সিপি’কে নিজের জন্য নিরাপত্তা চেয়ে মেল করেছেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। তাঁর দাবি, এক তৃণমূল নেতা তাঁকে জানিয়েছেন যে তাঁর ওপর হামলা হতে পারে। এই কারণেই প্রাণহানির আশঙ্কা ঘিরে ধরেছে কৌস্তভকে। তাই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি। কৌস্তভ এও জানিয়েছেন, গতকাল রাতে তাঁর বাড়ির সামনে দিয়ে ঘুরে যায় বারাকপুর পুলিশ। তবে তাঁর এই দাবি কোনও মতেই মানতে চায়নি তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, গোটাটাই নাটক। এবার হয়তো কৌস্তভ কেন্দ্রীয় নিরাপত্তা চাইবেন, যা পেয়েও যেতে পারেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”তিহাড় জেলের ‘সিংঘম’ জেলারকে চেনেন! Know about Tihar jailer Deepak Sharma” width=”560″>
সংবাদমাধ্যমের সামনে কৌস্তভ নিজে জানান, তৃণমূলের একজন হঠাৎ তাঁর বাড়িতে আসেন এবং বলেন রাতে তাঁর বাড়িতে হামলার পরিকল্পনা হয়েছে, তিনি যেন সাবধানে থকেন। এরপর তিনি ফোন করেন বারাকপুর কমিশনারেটের সিপি’কে। কংগ্রেস নেতা এও জানান, তাঁকে এক তৃণমূল নেতা ফোন করেও এই হামলার পরিকল্পনা সম্পর্কে জানান। আইনজীবীর বক্তব্য, যা হয় তা যেন তাঁর ওপর দিয়ে হয়, পরিবারের সঙ্গে যেন কিছু না হয়। তবে হামলা হলে তার প্রত্যাঘাতও যে ভয়ঙ্কর হবে সেই হুঁশিয়ারি কৌস্তভ দিয়ে রাখছেন।