কলকাতা: প্রাণ সংশয়ের আশঙ্কা আছে, এই দাবি তুলেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। বারাকপুর কমিশনারেটের সিপি’কে নিজের জন্য নিরাপত্তা চেয়ে মেল করেন তিনি। বুধবার নিজের এবং পরিবারের নিরাপত্তার ইস্যুতে সরাসরি রাজ্যভবনকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা। তবে জানা গিয়েছে, শুধু রাজভবন নয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বরাষ্ট্রদফতর, স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশ কমিশনার, বারাকপুর পুলিশ কমিশনার এবং টিটাগর থানাকেও একই মেল করেছেন তিনি।
আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?
কৌস্তভের মূল অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে শাসক দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন। তিনি নিজেকে নিয়ে তো বটেই তাঁর পরিবারকেও নিয়েও যথেষ্ট আতঙ্কিত৷ এহেন অবস্থায় নিজের এবং পরিবারের নিরাপত্তায় বাড়ির সামনে বন্দুকধারী পুলিশি নিরাপত্তা রাখার পাশাপাশি তাঁর সঙ্গে ২৪ ঘন্টার নিরাপত্তারক্ষী দেওয়ার আবেদন জানিয়েছেন কৌস্তভ। তবে তাঁর কোনও দাবি মানতে চায়নি তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, গোটাটাই নাটক। এবার হয়তো কৌস্তভ কেন্দ্রীয় নিরাপত্তা চাইবেন, যা পেয়েও যেতে পারেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”মাথায় কামিয়ে শপথ কৌস্তভ বাগচির! Koustav Bagchi challenges CM after getting bail” width=”853″>
সংবাদমাধ্যমের সামনে কৌস্তভ নিজে জানান, তৃণমূলের একজন হঠাৎ তাঁর বাড়িতে আসেন এবং বলেন রাতে তাঁর বাড়িতে হামলার পরিকল্পনা হয়েছে, তিনি যেন সাবধানে থকেন। এরপর তিনি ফোন করেন বারাকপুর কমিশনারেটের সিপি’কে। কংগ্রেস নেতা এও জানান, তাঁকে এক তৃণমূল নেতা ফোন করেও এই হামলার পরিকল্পনা সম্পর্কে জানান। আইনজীবীর বক্তব্য, যা হয় তা যেন তাঁর ওপর দিয়ে হয়, পরিবারের সঙ্গে যেন কিছু না হয়। তবে হামলা হলে তার প্রত্যাঘাতও যে ভয়ঙ্কর হবে সেই হুঁশিয়ারিও দিয়েছেন কৌস্তভ।