পুলিশের দ্বারস্থ হওয়ার পর এবার রাজভবনে চিঠি কৌস্তভের, পরিবার নিয়ে চিন্তা

পুলিশের দ্বারস্থ হওয়ার পর এবার রাজভবনে চিঠি কৌস্তভের, পরিবার নিয়ে চিন্তা

1b1a98c39b6bcfd082daa1cfc096696d

কলকাতা: প্রাণ সংশয়ের আশঙ্কা আছে, এই দাবি তুলেই নিরাপত্তা চেয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি। বারাকপুর কমিশনারেটের সিপি’কে নিজের জন্য নিরাপত্তা চেয়ে মেল করেন তিনি। বুধবার নিজের এবং পরিবারের নিরাপত্তার ইস্যুতে সরাসরি রাজ্যভবনকে চিঠি লিখলেন কংগ্রেস নেতা। তবে জানা গিয়েছে, শুধু রাজভবন নয় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বরাষ্ট্রদফতর, স্বরাষ্ট্রসচিব, কলকাতা পুলিশ কমিশনার, বারাকপুর পুলিশ কমিশনার এবং টিটাগর থানাকেও একই মেল করেছেন তিনি। 

আরও পড়ুন- কলকাতা বিমানবন্দরে অপেক্ষা করছে এয়ার অ্যাম্বুল্যান্স, কেষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার খরচ কত জানেন?

কৌস্তভের মূল অভিযোগ, রাজ্য সরকারের বিরুদ্ধে মুখ খোলায় তাঁকে শাসক দলের বিভিন্ন নেতারা হুমকি দিচ্ছেন। তিনি নিজেকে নিয়ে তো বটেই তাঁর পরিবারকেও নিয়েও যথেষ্ট আতঙ্কিত৷ এহেন অবস্থায় নিজের এবং পরিবারের নিরাপত্তায় বাড়ির সামনে বন্দুকধারী পুলিশি নিরাপত্তা রাখার পাশাপাশি তাঁর সঙ্গে ২৪ ঘন্টার নিরাপত্তারক্ষী দেওয়ার আবেদন জানিয়েছেন কৌস্তভ। তবে তাঁর কোনও দাবি মানতে চায়নি তৃণমূল। ঘাসফুল শিবিরের দাবি, গোটাটাই নাটক। এবার হয়তো কৌস্তভ কেন্দ্রীয় নিরাপত্তা চাইবেন, যা পেয়েও যেতে পারেন।