ধূমধাম করে হয়ে গেল বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশনের খুঁটি পুজো, থিম সং গাইলেন দেবজিত

কলকাতা: রথযাত্রার পূণ্যতিথিতে ধূমধাম করে নিউটাউন বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন তাদের খুঁটি পুজোর অনুষ্ঠান সেরেছে। এবার তাঁদের পুজো ১১তম বর্ষে পড়ল৷ রবিবার পুজোর শেষে প্রকাশ…

puja block

কলকাতা: রথযাত্রার পূণ্যতিথিতে ধূমধাম করে নিউটাউন বিসি ব্লক কালচারাল অ্যাসোসিয়েশন তাদের খুঁটি পুজোর অনুষ্ঠান সেরেছে। এবার তাঁদের পুজো ১১তম বর্ষে পড়ল৷ রবিবার পুজোর শেষে প্রকাশ করা হয় এবারের থিম সং। গানটিতে সুর ও কন্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী দেবজিত দত্ত৷ গানটির রচয়িতা ব্লক আবাসিক ও অন্যতম উদ্যোক্তা অজয় কর্মকার এবং গানটির পরিচালনার দায়িত্বে ছিলেন সংগীত পরিচালক প্রতীক কর্মকার। থিম সং-এর পাশাপাশি এদিন বেশ কয়েকটি গান গেয়ে আসর জমান দেবজিত। পাশাপাশি এদিন সদ্য মুক্তিপ্রাপ্ত ভিন্নস্বাদের বাংলা ছবি ‘দোঁআশ’ -এর কলাকুশলীদের হাত ধরে উদ্বোধন করা হয় এবারের পুজোর থিম ‘পুতুল কথা’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *