চাপা উত্তেজনার মাঝেই শুরু পুরভোট, কলকাতা জুড়ে ব্যাপক নিরাপত্তা

চাপা উত্তেজনার মাঝেই শুরু পুরভোট, কলকাতা জুড়ে ব্যাপক নিরাপত্তা

কলকাতা: বিতর্ক ছিল অনেক। কিন্তু সব জটিলতা কাটিয়ে আজ অবশেষে সকাল থেকে শুরু হয়েছে কলকাতা পুরসভা নির্বাচন। সব বুথে সিসিটিভি এবং সশস্ত্র বাহিনী তো রয়েছেই, গোটা শহর জুড়ে কড়া নিরাপত্তার ঘেরাটোপ। ২০২০ সালে এই নির্বাচন হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাস সংক্রমণের বাড়বাড়ন্তের কারণ সেটা করা সম্ভব হয়নি। তাই এখন এই বকেয়া নির্বাচন নিয়ে সকাল থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে শহরে।

মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট শুরু হলেও ইতিমধ্যেই বিক্ষিপ্ত জায়গায় সামান্য উত্তেজনার খবর আসছে। শিয়ালদহের টাকি গার্লস স্কুলে খানিক উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। অন্যদিকে আবার বেলেঘাটা খান্না হাইস্কুলের বুথে সিসিটিভি ক্যামেরা কাপড় দিয়ে ঢেকে রাখার অভিযোগ করেছে সিপিএম। তা নিয়ে অভিযোগ জানানো হলেও প্রিসাইডিং অফিসার সেই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন। এই ঘটনা নিয়ে কিছু সময় উত্তেজক পরিস্থিতির সৃষ্টি হয় তবে এখন তা নিয়ন্ত্রণে। এদিকে আজ এই নির্বাচন হচ্ছে ইভিএমের সাহায্যে এবং মঙ্গলবার ভোট গণনা। আজ ভোট হচ্ছে মোট ১৪৪ টি ওয়ার্ডে যেখানে বুথের সংখ্যা প্রায় ৪ হাজার ৯৫৯ টি।

উল্লেখ্য এর আগে পুরসভার নির্বাচন হয়েছিল ২০১৫ সালে যেখানে তৃণমূল কংগ্রেস একাই জিতেছিল ১১৪ টি আসন এবং রাজ্যের বর্তমান বিরোধী দল বিজেপির পেয়েছিল মাত্র ৭ টি আসন। শেষ পুরসভার নির্বাচনে বামেদের দখলে এসেছিল ১৫ টি আসন। প্রসঙ্গত এবার, শহরে মোট স্পর্শকাতর’ বুথের সংখ্যা ১ হাজার ১৩৯ টি এবং মোতায়েন করা হয়েছে ২৩ হাজার ৫০০ জওয়ান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − five =