Kolkata Durga Puja Metro Guide
কলকাতা: পুজোর আকাশে বৃষ্টির কালো মেঘ৷ হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, এ বছর পুজোয় বৃষ্টি হবে৷ কিন্তু তা বলে কি ঠাকুর দেখা বন্ধ? ব্যাগে ছাতা বা রেইনকোট ভরে দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় উঠে পড়ুন৷ দেখে নিন উত্তর থেকে দক্ষিণে সেরা ঠাকুরগুলি৷
কোথা থেকে শুরু
দক্ষিণেশ্ব থেকে মেট্রো চেপে সোজা চলে যান নোয়া পাড়া৷ সেখানে নেমে যে দুটি ঠাকুর মাস্ট ভিজিট সেগুলি হল দাদাভাই সঙ্ঘ ও গ্রিনপার্ক নেতাজি ইউনাইটেড ক্লাব৷ এই দুটি ঠাকুর দেখেই ফের উঠে পড়ুন মেট্রোতে৷ গন্তব্য দমদম৷ এখানে বেশ কয়েকটি নামকরা ঠাকুর রয়েছে, যেগুলি না দেখলেই নয়৷ দমদমপার্ক তরুণ দল, দমদমপার্ক ভারত চক্র, ১৪ পল্লি এবং সিঁথি৷
শ্যামবাজার-শোভাবাজার রুট Kolkata Durga Puja Metro Guide
এনার্জি বাঁচিয়ে আবার ব্যাক টু মেট্রো স্টেশন৷ মেট্রো ধরে পৌঁছে যান বেলগাছিয়াতে৷ এখানে রয়েছে একের পর এক চোখ ধাঁধানো মণ্ডপ৷ যুবকবৃন্দ, দমদম পার্ক, শ্রীভূমি, টালা পার্ক, নেতাজি স্পোর্টিং, লেকটাউন অ্যাসোসিয়েশন৷ এগুলো দেখা হয়ে গেলে ফের মেট্রোয় উঠে পড়ুন৷ নেক্সট গন্তব্য হোক শ্যামবাজার৷ এখানকার বিখ্যাত পুজোগুলি হল শোভাবাজার রাজবাড়ি, হাতিবাগান সার্বজনীন, তেলেঙ্গা বাজার, চালতা বাগান, আহিরীটোলা, কুমোরটুলি পার্ক৷ শোভাবাজার রাজবাড়ি দেখার পর আর পিছিয়ে যাওয়ার দরকার নেই৷ কারণ, ঠাকুর দেখতে দেখতে আপনি ততক্ষণে শোভাবাজার এলাকায় ঢুকে পড়েছেন৷ বরং এতক্ষণ হাটাহাটির পর খানিকটা ক্লান্ত৷ তাই শোভাবাজারেই বরং একটু পেটপুজো করে নিন৷
গিরিশপার্ক থেকে রবীন্দ্রসদন
খাওয়া দাওয়া শেষে শোভাবাজার থেকে ফের মেট্রোয় উঠে পড়ুন৷ নামবেন গিরিশ পার্ক৷ এখানে বিবেকানন্দ স্পোর্টিং, পাথুরিয়াঘাটা ৫-এর পল্লি, বিডন স্কোয়ার দেখে ঝটপট মেট্রোয় চেপে পৌঁছে যান মহত্মা গান্ধী রোড৷ এখানকার বিখ্যাত পুজোগুলি হল মহম্মদ আলি পার্ক, কলেজ স্কোয়ার, শিয়ালদহ রেলওয়ে অ্যাথলেটিক পার্ক৷ এই কটি ঠাকুর দেখে চলে যান সেন্ট্রাল৷ সেখানে নেমে দেখে নিন সন্তোষ মিত্র স্কোয়ার, সুবোধ মল্লিক স্কোয়ার, কাপালিটোলার পুজো৷ তার পর ফের উঠে পড়ুন মেট্রোতে৷ পরবর্তী গন্তব্য হোক চাঁদনি চক৷ এখানে নেমে দেখে নিন জানবাজার সার্বজনীন, তালতলা সর্বজনীন৷ আর তেমন কিছু দেখার নেই এখানে৷
এবার আপনার গন্তব্য হোক সোজা রবীন্দ্রসদন৷ মাঝে এসপ্ল্যানেড, পার্কস্ট্রিট আর ময়দানে নামার কোনও প্রয়োজন নেই৷ রবীন্দ্র সদনে উল্লেখযোগ্য পুজোগুলি হল ২২ পল্লি, নর্দান পার্ক এবং চক্রবেরিড়িয়া নর্থ সার্বজনীন৷ এই কটি ঠাকুর দেখে ফের উঠে বসুন মেট্রোয়৷ এবার আপনার গন্তব্য হবে নেতাজি ভবন৷ সেখানে নেমে দেখে নিন ৭৫ পল্লী, হরিশ পার্ক, অগ্রদূত উদয়ন সংঘ এবং ৬৮ পল্লি৷
এবার যতীনদাস পার্ক-কালীঘাট
এতক্ষণে বেশ অনেকটা ঘোরাঘুরি হয়ে গিয়েছে৷ তাই এবার হালকা-পলকা কিছু খেয়ে নিন৷ তারপর মেট্রো ধরে পৌঁছে যান যতীন দাস পার্কে৷ এখানকার বিখ্যাত ঠাকুরগুলি হল হাজরা পার্ক, ২৩ পল্লি, ফরওয়ার্ড ক্লাব, মাতৃমন্দির ও সঙ্ঘশ্রী৷ এর পর সোজা চলে যান কালীঘাট৷ সেখানে যে ঠাকুরগুলো না দেখলেই নয়, সেগুলি হল- বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লী, চেতলা অগ্রণী, ৬৪ পল্লি, দেশপ্রিয় পার্ক, ত্রিধারা বালিগঞ্জ কালচারাল, হিন্দুস্তান পার্ক, একডালিয়া এভারগ্রিন৷
রবীন্দ্র সরোবর-মাস্টারদা সূর্যসেন
আপনার পরবর্তী গন্তব্য হবে রবীন্দ্র সরোবর৷ এখানে দেখে নিন মুদিয়ালি, শিবমন্দির৷ হাতে সময় থাকলে ক্যাব নিয়ে দেখে আসুন সুরুচি সঙ্ঘ৷ বাসও রয়েছ৷ এর পর আপনাকে নামতে হবে মহানায়ক উত্তর কুমার৷ মেট্রো থেকে নেমে অটো ধরে চলে যান ৪১ পল্লী, অজেয় সংহতি, বিবেকানন্দ স্পোর্টিং৷ সেখান থেকে দেখে আসুন বড়িশা ক্লাব, বড়িশা সার্বজনীন আর বেহালার বড় পুজো৷ ফের অটোয় চেপে ফিরে আসুন মেট্রো স্টেশনে৷ নামতে হবে মাস্টারদা সূর্যসেনে৷ সেখানে নেমে দেখে নিন আজাদগড়, রিজেন্ট পার্ক, রায়নগর উন্নয়নের পুজো৷ পরবর্তী গন্তব্য গীতাঞ্জলি৷ এখানে দেখুন বিখ্যাত নাকতলা উদয়ন সঙ্ঘের পুজো৷ ফের মেট্রোয় চেপে পৌঁছে যান কবু নজরুল৷ এখানে যে পুজোগুলি দেখার মতো, সেগুলি হল নবদুর্গা বড়াল সর্বজনীন, পঞ্চ দুর্গা, তরুণ সাথী, শ্যামা পল্লী, নারকেল বাগান৷
সফরের শেষ লগ্ন
এই সফরে আপনার শেষ গন্তব্য শহিদ ক্ষুদিরাম৷ এখানে পুজো বলতে পাটুলি সার্বজনীন৷ এই রুট ধরে উত্তর থেকে দক্ষিণ পুরোটাই কভার করা সম্ভব৷ তবে একদিনে হয়তো হবে না৷ তাই দু’দিনে ভাগ করে প্ল্যান করে নিন৷ আর হ্যাঁ, বেরনোর সময় অবশ্যই সঙ্গে রাখুন প্রয়োজনীয় ওষুধ, জল, পরিচয়পত্র৷
Bengal: Don’t let the rain forecast stop your celebrations; use this ultimate Kolkata Metro guide for seamless Durga Puja pandal hopping, covering iconic North and Central Kolkata pujas.










