রাতভর প্রবল বৃষ্টিতে কলকাতা এবং এর শহরতলি অঞ্চলে পাঁচজনের মৃত্যু হয়েছে। শহরের বেশ কয়েকটি জায়গায় জল জমে সমস্যা দেখা দিয়েছে। বেনিয়াপুকুর, কালিকাপুর, নেতাজি নগর, গড়িয়াহাট এবং একবালপুরে পৃথক ঘটনায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে।
জল জমার কারণে যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। পাশাপাশি শহরতলির রেল ও মেট্রো পরিষেবাও ব্যাহত হয়েছে। শহরের বেশ কয়েকটি নিম্নাঞ্চলে, বাড়িতে জল ঢুকে পড়েছে এবং সম্পত্তির ক্ষতি হয়েছে। বেশ কয়েকটি স্কুল বৃষ্টিপাতের ছুটি ঘোষণা করেছে। শহরের দক্ষিণ ও পূর্ব অংশে বৃষ্টির তীব্রতা বেশি ছিল। কলকাতা পৌর কর্পোরেশনের তথ্য অনুসারে, গড়িয়া কামদাহারিতে কয়েক ঘন্টার মধ্যে ৩৩২ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, তারপরে যোধপুর পার্কে ২৮৫ মিমি, কালীঘাটে ২৮০ মিমি, তোপসিয়ায় ২৭৫ মিমি এবং বালিগঞ্জে ২৬৪ মিমি বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের ফলে এই বৃষ্টিপাত হয়েছে। শহরটি আরও বৃষ্টিপাত হতে পারে।
দুর্গাপূজার কয়েকদিন আগে শহরে প্রবল বৃষ্টিপাতের ফলে সিটি অফ জয়ের পূজা মণ্ডপগুলি সমস্যায় পড়েছে। বিশ্বজুড়ে দর্শনার্থীদের আকর্ষণ করে এমন অনেক ক্লাবের প্যান্ডেল জল জমার কারণে ক্ষতির সম্মুখীন। পুজোর মুখে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে বাড়লেও উত্তরবঙ্গে বৃষ্টি কমতে শুরু করেছে। তৃতীয়া থেকেই সমুদ্র উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের ইতিমধ্যেই সমুদ্রে যেতে সাবধান করে দেওয়া হয়েছে।
Kolkata faces severe flooding and traffic chaos due to heavy rain, resulting in 5 deaths in separate incidents across the city. Learn about the affected areas and relief efforts.










