বুস্টার ভ্যাকসিন নিয়ে প্রতারণার ছক! সতর্ক করল কলকাতা পুলিশ

বুস্টার ভ্যাকসিন নিয়ে প্রতারণার ছক! সতর্ক করল কলকাতা পুলিশ

কলকাতা: ওমিক্রন সংক্রমণের আবহে দেশজুড়ে শুরু হয়েছে বুস্টার ভ্যাকসিন ডোজ দেওয়া। চিকিৎসক থেকে শুরু করে স্বাস্থ্য কর্মী, ৬০ বছরের ঊর্ধ্বদের এবং যাদের কোমরবিডিটি রয়েছে, তাদের এই ডোজ দেওয়া হচ্ছে। একাধিক জায়গায় বুস্টার ডোজ দেওয়ার জন্য সেন্টার রয়েছে, প্রশাসনের পক্ষ থেকে তথ্য দেওয়াও আছে। কিন্তু এই বুস্টার ডোজ নিয়েও ইতিমধ্যে প্রতারণা চক্র ফাঁদা হয়ে গিয়েছে একদল অসাধুদের। যা নিয়ে সতর্ক করল খোদ কলকাতা পুলিশ।

এদিন সোশ্যাল মিডিয়াতে এই ইস্যুতে সকলকে সচেতন করার জন্য বার্তা দেন কলকাতা পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার (অপরাধ দমন শাখা) মুরলীধর শর্মা। তিনি জানান, বুস্টার ডোজ দেওয়ার কথা বলে ফোন আসছে। সেই ফোনেই যাবতীয় বিপদ। একটি টুইট বার্তায় তিনি জানান, প্রতারকরা জনগণকে ঠকানোর একটি নতুন উপায় বের করেছে। ফোন বা মেসেজ করে বুস্টার ডোজ দরকার কি না তা জিজ্ঞাসা করা হচ্ছে। উত্তর হ্যাঁ হলে, একটি লিঙ্ক পাঠানো হচ্ছে এবং লিঙ্কটিতে ক্লিক করার পরে ওটিপি চাওয়া হচ্ছে। আপনারা সতর্ক থাকুন, এটি আপনার টাকা হাতিয়ে নেওয়ার একটি চক্রান্ত। এ রকম ফোন বা মেসেজ এলে কোনও লিঙ্ক ডাউনলোড করবেন না এবং ওটিপি শেয়ার করবেন না। যদিও এটি শুধূ কলকাতায় হচ্ছে তা নয়। দেশের একাধিক জায়গাতেই এই ধরণের চক্র চলছে।

সম্প্রতি মুম্বইয়ে এমনই ঘটনার শিকার হয়েছেন বেশ কয়েক জন। পুলিশের তরফে জানান হয়েছে, বেছে বেছে বয়স্কদের নিশানা করা হচ্ছে। ফোনে তারা নিজেদের সরকারি কর্মী বলে পরিচয় দিচ্ছে। কেউ তাদের সঙ্গে বেশিক্ষণ কথা বললে তারা তাদের আরও সহজে কাবু করে নিচ্ছে এবং ফোনের তথ্য হাতিয়ে নিচ্ছে। এইভাবে ব্যাঙ্ক থেকে টাকা গায়েব হয়ে যাচ্ছে অনেকের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 10 =