কলকাতা:পেশায় সিভিক ভলান্টিয়ার সঞ্জয়ের প্রভাব প্রতিপত্তি এতখানি?
আরজি কর মেডিক্যালে ধর্ষণ করে হত্যার ঘটনায় এখনও পর্যন্ত একমাত্র ধৃত সঞ্জয় রাই। সে পুলিশ সংগঠনের সঙ্গে যুক্ত হয়ে প্রভাব খাটিয়ে পুলিশের টহলদারি মোটরবাইক নিজের নামে অ্যালট করিয়ে দাপিয়ে বেড়াত বলে জানা গেছে। থানায় জমা না দিয়ে পুলিশের বাইক রাখত নিজের কাছে। সেই সূত্রেই বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা খবর ছড়িয়ে পড়ে। সঞ্জয়ের গাড়িটা নাকি কলকাতা পুলিশ কমিশনারের নামে নথিভুক্ত।
মঙ্গলবার দুপুরে সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও এক দাবি করেন। এরপরই সঞ্জয়ের বাইক নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয় কলকাতা পুলিশ।সমাজমাধ্যমে কলকাতা পুলিশের তরফে জানানো হয়েছে, ‘কলকাতা পুলিশের বিভিন্ন বিভাগ দ্বারা ব্যবহৃত সমস্ত সরকারি যান কমিশনারের নামেই সরকারিভাবে নথিভুক্ত করা হয়’। অর্থাৎ সেই কারণেই সঞ্জয়ের বাইকটিও কলকাতা পুলিশের নামে নথিভুক্ত করা হয়েছে। সেই সঙ্গে এই প্রসঙ্গে আরও দাবি করা হয় যে সমাজমাধ্যমে এই নিয়ে ‘অহেতু বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’।