কলকাতা: আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং নির্মম খুনের ঘটনার প্রতিবাদে বুধবার ‘বিচার পেতে আলোর পথে’ নামে এক কর্মসূচির ডাক দিয়েছিল জুনিয়র ডাক্তারদের সংগঠন। আরজি করেও পালন করা হয় ওই কর্মসূচি৷ মেয়ের মৃত্যুর প্রায় এক মাস পর সেই কর্মসূচিতে যোগ দিতে আরজি করে গিয়েছিলেন নির্যাতিতার বাবা-মা৷ সেখানে গিয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন নির্যাতিতার বাবা-মা। তাঁদের বিস্ফোরক অভিযোগ, “টাকা দেওয়ার চেষ্টা করেছিল পুলিশ।’’ কেন? প্রশ্ন তুলেছেন তাঁরা৷ (RG Kar Medical College protest, Justice, Junior doctors protest )
দ্রুত সৎকারে বাধ্য করেছিল পুলিশ
শুধু তাই নয়, কী ভাবে পুলিশ তাঁদের মেয়ের সৎকারে বাধ্য করেছিল, সেই কথাও জানান তিনি। রীতি মতো বোমা ফাটিয়ে মৃত তরুণী চিকিৎসকের বাবা জানান, মেয়ের মৃত্যুর রাতে তাঁকে আলাদা ঘরে ডেকে টাকা দিতে চেয়েছিল পুলিশ। তিনি বলেন, ‘‘আমার ঘরে যখন আমার মেয়ের দেহ শায়িত, তখন পাশের ঘরে ডেকে নিয়ে গিয়ে ডিসি সেন্ট্রাল আমাকে টাকা দিতে চেয়েছিলেন। সেই সময়ই আমি যা উত্তর দেওয়ার দিয়ে দিয়েছিলাম।’’ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্য়ায় বারবার মিথ্যা কথা বলছেন বলেও দাবি তাঁর৷
একাধিক প্রশ্ন তুললেন নির্যাতিতার বাবা
আরজি করে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘হাসপাতালের তরফে কী ভাবে কোনও পরীক্ষা ছাড়াই বলে দেওয়া হল যে, আমার মেয়ে আত্মহত্যা করেছেন? সে দিন মেয়ের মুখ দেখার জন্য আমাদের সাড়ে তিন ঘণ্টা বসিয়ে রাখা হল কেন? কেন ময়নাতদন্ত করতে এত দেরি করা হল? আমি সন্ধ্যা সাড়ে ৬’টা থেকে ৭টার মধ্যে টালা থানায় গিয়ে এফআইআর করি৷ কিন্তু সেই এফআইআর রাত পৌনে ১২টায় নথিভুক্ত করা হল৷ সবটা বুঝেও পুলিশ কেন অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করল?’’
আমরা দেহ রাখতে চেয়েছিলাম
নির্যাতিতার বাবা আরও বলেন, ‘‘আমরা দেহ রাখতে চেয়েছিলাম৷ কিন্তু, ৩০০-৪০০ পুলিশ টালা থানা ঘিরে রেখে দেয়। আমদের সেখান থেকে ফিরতে হয়। দেহ দাহ করতে বাধ্য হই। শ্মশানের টাকাও আমার থেকে নেওয়া হল না৷’’
আরও পড়ুন-
লক্ষীর ভান্ডার-টাকা-ট্যাব বাতিল!
Bengal: Junior doctors protest under ‘Justice for Light’ demanding justice for a young doctor’s rape and murder. The victim’s parents accuse police of bribery and coercion. Learn more about the shocking allegations and the fight for justice. RG Kar Medical College protest.