হাতে গোলাপ, মুখে প্রতিবাদ-চাকরিহারাদের মঞ্চে প্রতীকী রবীন্দ্রনাথ!

কলকাতা: বৃহস্পতিবার রাতে পুলিশি লাঠিচার্জে উত্তাল হয়ে ওঠে বিকাশ ভবনের সামনের রাস্তা। সেই ঘটনার প্রতিবাদে যখন তীব্র হয়ে উঠছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন, তখন শনিবার…

kolkata teacher protest

কলকাতা: বৃহস্পতিবার রাতে পুলিশি লাঠিচার্জে উত্তাল হয়ে ওঠে বিকাশ ভবনের সামনের রাস্তা। সেই ঘটনার প্রতিবাদে যখন তীব্র হয়ে উঠছে চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন, তখন শনিবার সকালে আন্দোলনের মঞ্চে আবির্ভূত হলেন ‘প্রতীকী রবীন্দ্রনাথ ঠাকুর’। হাতে গোলাপ, কণ্ঠে শান্তির বাণী, আর মননে শিক্ষার মর্যাদার পক্ষে রুখে দাঁড়ানোর বার্তা—এই অভিনব উদ্যোগ মুহূর্তেই আলোড়ন ফেলে দেয় গোটা মঞ্চে।

“লাঠি নয়, শিক্ষায় উত্তর দিন”—প্রতীকী রবীন্দ্রনাথের বার্তা

সাদা ধুতি-পাঞ্জাবি পরে, শান্ত চেহারায় প্রতীকী রবীন্দ্রনাথ মঞ্চে এসে দাঁড়ান আন্দোলনরত শিক্ষকদের মাঝে। তাঁর হাতে ছিল একগুচ্ছ গোলাপ। তা তিনি তুলে দেন উপস্থিত পুলিশ কর্মীদের হাতে। তিনি বলেন, “শিক্ষকদের মারধর করা, অপমান করা মানে শিক্ষাকেই অপমান করা। বৃহস্পতিবার বিকাশ ভবনের সামনে পুলিশ সেটাই করেছে। এই গোলাপ তুলে দিয়ে আমি শুধু শান্তির বার্তা দিচ্ছি না, বলছি—বাংলা মানে সহমর্মিতা, বাংলা মানে শিক্ষা আর মানবিকতা৷’’

আইএনটিইউসির সেবাদলের অভিনব উদ্যোগে উচ্ছ্বসিত শিক্ষকরা kolkata teacher protest

এই অভিনব প্রতিবাদ আয়োজন করে আইএনটিইউসির সেবাদল। তাঁদের তরফে জানানো হয়, শিক্ষকরা যে শুধু নিজেদের চাকরির জন্য নয়, বরং ন্যায় ও সম্মানের জন্য লড়ছেন, তা সমাজকে বোঝাতেই এই প্রতীকী উদ্যোগ।

আন্দোলনে থাকা এক শিক্ষিকার মন্তব্য, “আজ কবিগুরুর ভাষায় যেন কথা বলে উঠলেন আমাদের যন্ত্রণা। এত অপমান, এত অবহেলার পরেও কেউ যদি হাতে গোলাপ নিয়ে পাশে দাঁড়ান, তাতে লড়াইয়ের শক্তি বহুগুণ বেড়ে যায়।”

লাঠিচার্জের জবাবে রাস্তায় ক্লাস, মিছিলে ছাত্ররাও

লাঠিচার্জের ঘটনার পর আন্দোলনকারীরা জানিয়েছেন, তাঁরা এখন স্কুলের ভিতরে নয়, স্কুলের বাইরে দাঁড়িয়েই ছাত্রদের পাঠদান চালিয়ে যাবেন। এই সিদ্ধান্তে যেমন প্রতিবাদের কণ্ঠ আরও স্পষ্ট হয়েছে, তেমনই আন্দোলনকে ঘিরে ছাত্রসমাজের সহানুভূতিও বেড়েছে।

শনিবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত একটি বিশাল মিছিলের আয়োজন করা হয়েছে। তাতে শামিল হবেন বহু ছাত্রছাত্রীও।

আবেদন রাষ্ট্রপতির কাছে পৌঁছানোর চেষ্টা, শুভেন্দুর সঙ্গে সাক্ষাৎ
শুক্রবার রাতে ‘ধিক্কার দিবস’-এর দিনে মঞ্চে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেখানে আন্দোলনকারীরা তাঁর কাছে আবেদন জানিয়েছেন—তাঁদের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করে দেওয়ার। তাঁদের দাবি—“সংবিধানের শপথ নেওয়া রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে আমরা আমাদের ন্যায়ের কথা জানাতে চাই। আমাদের হকের চাকরি ফিরিয়ে দিতে পারেন তাঁরাই।”

কবিগুরুর প্রতীকেই ভরসা খুঁজছেন শিক্ষকরা

বিকাশ ভবনের সামনে যখন রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে কয়েকশো ‘যোগ্য’ চাকরিহারা, তখন ‘কবিগুরু’-র মতো প্রতীক তাঁদের লড়াইকে দিচ্ছে নৈতিক জোর। গোলাপের মতোই নম্র, আবার কাঁটার মতোই দৃঢ় তাঁদের বার্তা—“আমরা হারব না। কারণ আমরা শিক্ষক, আর শিক্ষা কখনও মাথা নত করে না।”

Bengal: Striking teachers in Kolkata protesting for job reinstatement welcomed a symbolic ‘Rabindranath Tagore’ at Bikash Bhavan. This follows alleged police action against the protestors. They vow to continue teaching students outside schools until their demands are met.