সোমের পর মঙ্গলেও কি ঝড়বৃষ্টি দক্ষিণে? কোন কোন জেলায় সতর্কতা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

সোমের পর মঙ্গলেও কি ঝড়বৃষ্টি দক্ষিণে? কোন কোন জেলায় সতর্কতা? কী জানাচ্ছে হাওয়া অফিস?

কলকাতা: বৈশাখের শেষ সন্ধ্যায় কালবৈশাখীর ঝোড়ো ইনিংস দহন জ্বালায় প্রলেপ লাগিয়ে গিয়েছে৷ কেমন থাকবে জৈষ্ঠের প্রথম দিন? হাওয়া অফিস জানাচ্ছে, আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে৷ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে৷ এদিকে কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। মঙ্গলবারও শহরে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাববা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। এরপর বুধবার অর্থাৎ ১৭ মে থেকে ২০ মে শনিবার পর্যন্ত শহরে জারি থাকবে হলুদ সতর্কতা।

মঙ্গলবার রাজ্যে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া৷ পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আজ তাপপ্রবাহের পরিস্থিতির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত কলকাতা-সহ গোটা রাজ্যজুড়েই ঝড়-বৃষ্টি চলবে। তবে বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ খানিকটা বাড়তে পারে। দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টির হবে উত্তরবঙ্গে জেলাগুলিতেও। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পঙে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশে চড়া রোদ৷ সোমবারও তেমনটাই ছিল। তবে বিকেলের পর বদলে যেতে পারে আকাশের রূপ৷ 

সোমবার সন্ধ্যায় কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি হয়েছে। কয়েক মিনিটের ঝড় যেন কলকাতার একাংশে তাণ্ডব চালিয়ে গিয়েছে৷ শহরের বিভিন্ন এলাকায় গাছ উপড়ে গিয়েছে। গাছ ভেঙে পড়ে রেললাইনেও৷ আলিপুর জানিয়েছে, সোমবারা ঘণ্টায় ৮৪ কিমি বেগে ঝড় হয়েছে কলকাতায়।

হাওয়া অফিস জানাচ্ছে, কলকাতায় আজ বৃষ্টি হবে কিনা, তা এখনও স্পষ্ট নয়৷ তবে মঙ্গলবার দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সম্ভাববনা রয়েছে উত্তরের সবকটি জেলাতেই৷ সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিমি বেগে বইবে দমকা হাওয়া৷ এর পাশাপাশি পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে।