উইকেন্ডে বৃষ্টির ভ্রুকুটি, টানা বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ

উইকেন্ডে বৃষ্টির ভ্রুকুটি, টানা বৃষ্টিতে ভাসতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ

কলকাতাঃ একটানা বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ। জলপাইগুড়ি, শিলিগুড়ির মতো একাধিক জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এমতাবস্থায় বৃহস্পতিবার থেকেই দক্ষিণবঙ্গে বেড়েছে বৃষ্টির দাপট। এবার শনি-রবিবার ভাসবে শহর। তেমনটাই ইঙ্গিত আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানিয়েছে, কলকাতায় এই দু’দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। বজ্রপাতেরও সতর্কতাও জারি করা হয়েছে কোনও কোনও অঞ্চলে।

শনিবার ভোর থেকেই ঝমঝম করে বৃষ্টি হচ্ছে কলকাতায় বেশ কিছু অংশে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলেই ইঙ্গিত হাওয়া অফিসের। সে ক্ষেত্রে শহরের একাধিক এলাকায় জল দাঁড়িয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে। শুক্রবার থেকেই বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে রয়েছে উত্তর কলকাতার জোড়াসাঁকো, আর্মহার্স্ট স্ট্রিট, কলেজ স্ট্রিটের বেশ কিছু অংশ। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বিনম্ন তাপমাত্রা থাকবে ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৮৯ শতাংশ। ফলে বৃষ্টি হলেও এখও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় রয়েছে শহরে। এখনও পর্যন্ত কলকাতায় বৃষ্টির পরিমাণ ০.৪৪ মিলিমিটার। রবিবারও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায়।

অন্যদিকে উত্তরবঙ্গে সাময়িক বিরতির পরে ফের অতি ভারী বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে শনিবার থেকে। জানা যাচ্ছে, আজ থেকেই আরও বাড়বে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ। বিশেষত বৃষ্টি বাড়বে আলিপুরদুয়ার জেলায়। এছাড়া ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতেও। অন্যদিকে রবিবারই GTA এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন রয়েছে। তার মধ্যে এই দুর্যোগের পূর্বাভাস। ফলে ভোটপর্বে জনগণের অংশগ্রহণ নিয়ে সন্দিহান কমিশন। রবিবার পাহাড়ের আবহাওয়া নিয়ে উদ্বেগে আমজনতা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =