কলকাতা: করোনা অতিমারী পর্বে যখন বিশ্বজুড়ে মৃত্যু মিছিল চলেছে, সেই সময় জন্ম হয়েছিল বঙ্গ কৃষ্টিয়ানা হোয়াটস অ্যাপ গ্রুপের৷ যাদের মূল উদ্দেশ্য ছিল সারা বাংলার সংস্কৃতিক কৃষ্টিকে নব রূপে প্রতিষ্ঠা করা৷ বাংলার সংস্কৃতির গতিকে প্রবাহিত রাখা। সেই উদ্দেশ্যকে সামনে রেখেই মঙ্গলবার সল্টলেকের রবীন্দ্র ওকাকুরা ভবনে সম্মানিত করা হল পশ্চমবাংলার দুই মহান ব্যক্তিত্বকে। বাংলা আধুনিক গানের অন্যতম পরিচিত কণ্ঠ শ্রী সৈকত মিত্র এবং বাংলা রঙ্গমঞ্চ তথা দূরদর্শন ও রুপোলি পর্দার অভিনেতা শ্রী দেবেশ রায় চৌধুরীকে৷ এছাড়াও এদিন সম্মানিত করা হয় রোটারিয়ান ও বিশিষ্ট সাংস্কৃতিক গুণীসম্পন্ন ব্যক্তিত্ব শ্রী রতন ঝাওয়ার মহাশয়কেও। ‘বাংলার মুখ আমি দেখিয়াছি’ শীর্ষক এক মনোজ্ঞ বিচিত্রানুষ্ঠানে মধ্যে দিয়ে তাঁদের হাতে সম্মান তুলে দেয় বঙ্গ কৃষ্টিয়ানা গ্রুপ।