‘জল ট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র..’ বাবুলের ইস্তফা নিয়ে তীব্র খোঁচা কুণালের

‘জল ট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র..’ বাবুলের ইস্তফা নিয়ে তীব্র খোঁচা কুণালের

কলকাতা: শনিবার বিকেলে বোমা ফাটিয়ে নিজেকে রাজনীতি থেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা করেন বাবুল সুপ্রিয়৷ সাংসদ পদ থেকে ইস্তফা দেবেন বলেও জানান তিনি৷ এর পরেই তাঁকে একহাত নিয়ে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, ‘আগে সাংসদ পদ ছাড়ুন, নাহলে নাটক বলব৷’ তিনি এও লেখেন, ‘‘আসলে উনি গান করতেন৷ এখন নাটক করছেন৷’’ রবিবার ফের বাবুলকে বিঁধলেন কুণাল৷ 

আরও পড়ুন- ‘রাজনীতিতে থাকতে গেলে ধৈর্য্য রাখাটা জরুরি’, বাবুল প্রসঙ্গে মত তথাগতর

এদিন সকালে আসানসোলের বিজেপি সাংসদকে আক্রমণ শানিয়ে কুণাল ঘোষ বলেন, ‘‘ওঁর ইস্তফার পোস্টটা আসলে নাটক৷’’ আর সন্ধ্যায় বললেন, ‘‘কী বাবুল গল্প তৈরি তো? মোদীজি নাড্ডাজিরা বললেন না ছাড়তে… স্পিকার চিঠি নিতে চাইলেন না… চিঠিতে টেকনিক্যাল ভুল রয়ে গেল… চিত্রনাট্য তৈরি?’’ তিনি আরও লেখেন, ‘‘আবার বলছি নাটক৷ কাঁচা হাতে লেখা নাটক৷ হয় ইস্তফা নাহলে নাটক স্বীকার করে পোস্ট করলে ভালো হয়৷’’ টুইটের শেষ লাইনে শোলে ছবির প্রসঙ্গ টেনে তিনি লেখেন, ‘‘জলট্যাঙ্কের উপর ধর্মেন্দ্র….৷’’

আরও পড়ুন- ভবানীপুরে দাঁড়িয়ে চা বেচলেন মদন, ‘এক ভাঁড় ১৫ লাখ’!

প্রসঙ্গত, গতকালও বাবুল সুপ্রিয়কে শোলের ধর্মেন্দ্রর সঙ্গে তুলনা করেছিলেন তিনি৷ আজও তাঁর টুইটে একই কথা উল্লেখ করলেন কুণাল৷ এমনকী ধর্মেন্দ্র অভিনীত কোন দৃশ্যের সঙ্গে বাবুলের মিল খুঁজে পেয়েছেন তিনি, সে কথাও জানিয়ে দিলেন৷ প্রসঙ্গত, শোলে ছবিতে জলট্যাঙ্কের উপর উঠে আত্যহত্যার নাটক করেছিলেন ধর্মেন্দ্র অভিনীত বীরু চরিত্রটি৷ বাবুলও তাঁর ইস্তফা নিয়ে নাটক করছেন বলে তোপ কুণালের৷
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × five =