‘বাঘ আর বাঘের ছাল পরা বিড়ালের তফাৎ স্পষ্ট’, শুভেন্দুকে তীব্র কটাক্ষ কুণালের

‘বাঘ আর বাঘের ছাল পরা বিড়ালের তফাৎ স্পষ্ট’, শুভেন্দুকে তীব্র কটাক্ষ কুণালের

কলকাতা: কয়লাকাণ্ডে ইডি-র তলবে হাজিরা দিতে দিল্লি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ অন্যদিকে, দেহরক্ষীর মৃত্যু মামলায় সিআইডি’র তলব এড়ালেন শুভেন্দু অধিকারী৷ ইমেল করে জানালেন দিনভর ব্যস্ত কর্মসূচির জন্য তাঁর পক্ষে হাজিরা দেওয়া সম্ভব নয়৷ এর প্রেক্ষিতেই বিরোধী দলনেতাকে টুইটে খোঁচা দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ 

আরও পড়ুন- বিচারাধীন মামলায় সমন কেন? ফাঁপড়ে CID! হাই কোর্টের রক্ষাকবচ পেলেন শুভেন্দু

টুইট করে কুণাল ঘোষ বলেন, ‘চক্রান্ত জেনেও একজন বুক চিতিয়ে দিল্লি গেল৷ অন্যজন কখনও তদন্ত থেকে বাঁচতে দল বাদলায়, আজ আবার তদন্ত থেকে বাঁচতে গর্তে ঢুকে যাচ্ছে৷ বাঘ আর বাঘ ছাল পরা বেড়ালের তফাৎ আবার প্রমাণিত৷’ এই মামলায় সিআইডি আধিকারিকরা তাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ইতিমধ্যেই চিন্তা ভাবনা শুরু করে দিয়েছেন৷ অন্যদিকে, শুভেন্দু অধিকারীর আইনজীবীর প্রশ্ন, মামলা আদালতে বিচারাধীন থাকা সত্ত্বেও কী ভাবে শুভেন্দু অধিকারীকে তলব করল সিআইডি? ভবানী ভবনে শুভেন্দু অধিকারীকে তলব কার নিয়ে হাই কোর্টে প্রশ্ন তোলেন তিনি৷

আরও পড়ুন- করোনাকালে কেন খুলছে না স্কুল? যা বললেন শিক্ষামন্ত্রী

সোমবার সকাল ১১টা নাগাদ বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে এই মামলার শুনানির সময় শুভেন্দু অধিকারীর আইনজীবী পরমজিৎ সিং পাটোয়ালিয়া বলেন,  শুভব্রত গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিলেন৷ এই মামলাটি এখন বিচারাধীন রয়েছে৷ বিচারাধীন মামলায় কী ভাবে তাঁর মক্কেলকে তলব করা হল? এই মামলায় শুভেন্দুকে অন্তর্বর্তী রক্ষা কবচ দেওয়া হোক৷ এর পরেই বিচারপতি মান্থ মৌখিক ভাবে নির্দেশ দেন, দুপুর ২টো পর্যন্ত গ্রেফতার করা যাবে না শুভেন্দু অধিকারীকে৷  সেই সঙ্গে বিচারপতি আরও জানান, এখনই সিআইডি’র সমনে সাড়া দেওয়ার প্রয়োজন নেই৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =