কলকাতা: সকালে বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে একমঞ্চে ছিলেন, প্রশংসাও করেছিলেন তাঁর৷ তারপরই দুপুরে রাজ্য সম্পাদকের পদ থেকে সরিয়ে দিল তৃণমূল। সেই নিয়ে এবার মুখ খুললেন কুণাল ঘোষ। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেই তৃণমূলকে দিলেন সপাটে জবাব৷ তাঁর দাবি, ‘আমি তো আগেই বলেছি পদে থাকতে চাই না’। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এও বলেন, ‘তাপস রায়ের কাছে থেকে রাজনীতির অনেক কিছু শিখেছি।’ একইসঙ্গে তৃণমূলের রাজ্য সম্পাদকের পদকে ব-এ আকারে পদ বলেও দাবি করেন কুনাল ঘোষ৷
কুণালের অপসারণের যে বিবৃতি প্রকাশ করে তৃণমূল, তার নীচে স্বাক্ষর ছিল ডেরেক ও’ব্রায়েনের। তাঁকেও এদিন কটাক্ষ করতে ছাড়েননি কুণাল। কুণাল বলেন, “আমি নিজেই তো থাকতে চাইনি! আমি মিসফিট, অব্যাহতি দেওয়া হোক আগেই বলেছি। তার পর ক্যুইজ মাস্টার এমন বিবৃতি কী করে দেন, জানি না।”