পাম অ্যাভিনিউয়ে ফুলের তোড়া, বই! বুদ্ধদেবের সুস্থতা কামনায় সৌজন্য কুণালের

পাম অ্যাভিনিউয়ে ফুলের তোড়া, বই! বুদ্ধদেবের সুস্থতা কামনায় সৌজন্য কুণালের

কলকাতা: রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতালে ভর্তি থাকার সময় তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বাম জমানার সন্ত্রাস প্রসঙ্গ তুলে ছিল সেই আক্রমণ। তবে এখন বুদ্ধদেব বাড়ি ফিরেছেন, সুস্থ আছেন। এখন কুণাল ঘোষ সৌজন্যতা দেখিয়ে তাঁকে উপহার পাঠালেন। জানা গিয়েছে, বুদ্ধদেবের পাম অ্যাভিনিউয়ের বাড়িতে লাল গোলাপের তোড়া এবং নিজের লেখা দু’টি বই পাঠিয়েছেন কুণাল। একই সঙ্গে একটি রবীন্দ্রসঙ্গীতের অ্যালবামও উপহার হিসেবে পাঠিয়েছেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক। বুদ্ধবাবু যে রবীন্দ্র সঙ্গীত শুনতে পছন্দ করেন তা কে না জানে। 

গত বুধবার বুদ্ধদেব ভট্টাচার্য হাসপাতাল থেকে তাঁর পাম অ্যাভিনিউয়ের বাড়িতে ফিরেছেন। কিন্তু তিনি যখন হাসপাতালে ভর্তি ছিলেন সেই সময়ে টুইট করে বিতর্ক সৃষ্টি করেছিলেন কুণাল ঘোষ। তিনি লিখেছিলেন, জ্যোতি বসু এবং বুদ্ধদেব ভট্টাচার্যের আমলেই বাংলায় সন্ত্রাসের রাজত্ব ছিল। সিপিএম আমলেই লাগামছাড়া সন্ত্রাসের একের পর এক ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। এমনকি তিনি এও বলেছিলেন, বুদ্ধদেব ভট্টাচার্যকে কোনও ভাবেই যাতে মহাপুরুষ সাজানো না হয়। কুণালের এই মন্তব্যের পরেই সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় বয়ে যায়। যদিও পরবর্তী সময়ে তাঁর মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছিলেন কুণাল। 

তৃণমূল নেতার বক্তব্য ছিল, তিনি সেই কুণাল ঘোষ, যে সাংবাদিককে বুদ্ধদেববাবু সর্বাধিক একান্ত সাক্ষাৎকার দিয়েছেন। যার সঙ্গে বুদ্ধদেববাবুর ব্যক্তিগত পরিচয়, যোগাযোগ ছিল। তিনি সেই কুণাল ঘোষ, যে তিন মাসে আগেই এক অনুষ্ঠানে মীরা ভট্টাচার্যের সঙ্গে দেখা হতে বুদ্ধবাবুর সুস্থতার শুভকামনা জানিয়েছে। তাঁকে দয়া করে কেউ বুদ্ধবাবু দেখাতে আসবেন না।   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =