‘ওঁরা ট্যুরিজম পলিটিক্স করতে গিয়েছে, তাই শক্তিগড়ে ল্যাংচা খাচ্ছে’, BJP-কে খোঁচা কুণালের

‘ওঁরা ট্যুরিজম পলিটিক্স করতে গিয়েছে, তাই শক্তিগড়ে ল্যাংচা খাচ্ছে’, BJP-কে খোঁচা কুণালের

কলকাতা:  বগটুইয়ের হত্যাকান্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল এই ঘটনার পিছনে শর্ট সার্কিট তত্ত্বও তুলে ধরে সমালোচনার ঝড় তুলেছেন৷ অন্য দিকে আজ বগটুইয়ে পৌঁছেছে বিজেপির প্রতিনিধি দল৷ বিজেপির প্রতিনিধি দলের যাত্রাপথের কাণ্ডকারখানা নিয়ে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতারা। সংবাদমাধ্যমে একটি ছবি প্রকাশ্যে এসেছে৷ যেখানে দেখা গিয়েছে, বগটুইতে যাওয়ার পথে শক্তিগড়ে ল্যাংচা এবং ডাব খাচ্ছেন বিজেপি নেতারা। বিজেপি নেতাদের এই ‘বিলাসিতা’ নিয়েই তোপ দেগেছেন তৃণমূল নেতারা।

আরও পড়ুন-অপরাধীদের দ্রুত শাস্তি দিক বাংলার সরকার, বগটুই হত্যাকাণ্ডে মুখ খুললেন মোদী 

এদিন তোপ দেগে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “আসলে ওঁরা পিকনিক করতে গিয়েছিলেন। ওঁরা রাজনৈতিক ট্যুরিস্ট। যেভাবে ট্যুরিস্টরা মাঝে মাঝে দাঁড়িয়ে খাওয়া দাওয়া করেন। সেভাবে তাঁরাও দাঁড়িয়ে পড়েছিলেন। শুধু তাই নয় শক্তিগড়ে ল্যাংচা খেতে বসে গেলেন। অনেক ল্যাংচা বিক্রি হয়েছে। এর থেকেই মানসিকতা বোঝা যায়।” তিনি আরও বলেন, “রামপুরহাটে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। আর সেটা নিয়ে বিজেপি যা করছে তা একেবারেই। এটা একটা অনভিপ্রেত ঘটনা৷ প্রশাসন যা করার করছে।”

তৃণমূলের রাজ্য সম্পাদকের কথায়, ‘‘বিজেপি শকুনের রাজনীতি করছে।” সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, বিজেপি এতদিন কোনও আন্দোলন করার সুযোগ পাচ্ছিল না। কিন্তু বগটুই হত্যাকান্ডে তাঁরা সেই সুযোগটা পেয়েছে। সেখানে মৃতদেহ পেয়ে লোডশেডিংয়ে জেতা বিরোধী দলনেতার মুখে তৃপ্তির হাসি রয়েছে৷’’ তাঁর সংযোজন, “আমরা বলছি মৃত্যু দুঃখজনক। আর ওঁরা ল্যাংচা খাচ্ছেন৷ ”