দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল! কৌস্তভের গ্রেফতারি নিয়ে ‘অন্য’ কুণাল

দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল! কৌস্তভের গ্রেফতারি নিয়ে ‘অন্য’ কুণাল

কলকাতা: আইনজীবী তথা কংগ্রেস মুখপাত্র কৌস্তভ বাগচিকে গ্রেফতার করা ঠিক হয়নি! না, কোনও বিরোধী দলের নেতা এই কথা বলছেন না। বলছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ! এই নিয়ে ফেসবুকে পোস্ট পর্যন্ত করেছেন তিনি। কেন তাঁকে গ্রেফতার করা ঠিক হয়নি সেই নিয়ে যুক্তিও দিয়েছেন কুণাল। একই সঙ্গে টেনেছেন বিজেপি নেতা সজল ঘোষের প্রসঙ্গ। 

আরও পড়ুন- দিল্লি যাত্রা রুখতে মরিয়া কেষ্ট! একইসঙ্গে আর্জি দিল্লি ও কলকাতা হাই কোর্টে, আজই শুনানি

সাগরদিঘি উপনির্বাচনে জয়লাভ করেছে কংগ্রেস। এই জয়ের পরেই কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই পালটা জবাব দেন কৌস্তভ। কংগ্রেস নেতার কথায়, এই কারণেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। শাসক বিরোধীরা ইতিমধ্যেই আওয়াজ তুলেছে এই গ্রেফতারি নিয়ে। এবার ‘একই সুর’ পাওয়া গেল কুণালের গলায়। তবে তাঁর কাছে অন্য যুক্তি আছে এই গ্রেফতারির বিরোধিতা করার। যদিও পোস্টের শুরুতেই তিনি বলে দিয়েছেন এটি তাঁর ব্যক্তিগত মতামত।

আরও পড়ুন- তৃণমূলের জাতীয় দলের তকমা বাতিল করা হোক, ৩ রাজ্যের ফল ঘোষণা হতেই খড়্গহস্ত শুভেন্দু

কুণাল নিজের সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ”কৌস্তুভ অন্যায় করেছে। মাতৃসমা মুখ্যমন্ত্রীর সম্পর্কে ওই ধরণের চরম কুৎসা বরদাস্ত করা যায় না। আমাদের ছাত্রযুবরা কৌস্তভের অসভ্যতা বুঝে নিতে পারত। কিন্তু পুলিশ দিয়ে গ্রেফতার ঠিক হল না। এতে কৌস্তুভ প্রচার পাবে, বিরোধী শক্তির অশুভ আঁতাতের কুৎসিত রাজনীতির হাতিয়ার হবে, একাংশের মিডিয়ার পক্ষপাতদুষ্ট প্রচারের মুখ হবে, কিছু মানুষের সহানুভূতি পাবে। গ্রেফতারকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে তারা।” এরপরেই বিজেপি নেতা সজল ঘোষের প্রসঙ্গ টানেন তিনি। 

p

কুণাল বলেন, ”যেদিন পুলিশ সজলের বাড়ির দরজা ভেঙেছিল, আমি প্রতিবাদ করেছিলাম। পরে প্রমাণিত হয়েছে আমার প্রতিবাদ সঠিক ছিল। লাভ হয়েছিল সজলের। মধ্য কলকাতায় একটি ওয়ার্ড জিতেছিল বিজেপি। সেদিন পুলিশি অভিযানের ধরণ ছিল ভুল।” এই ক্ষেত্রে তাঁর ধারণা, পুলিশি অভিযান ঠিক হল না। এর নেতিবাচক প্রভাব পড়বে। তার সঙ্গেই মত, ”সজলের দরজা ভাঙার ভুল থেকে শিক্ষা নেওয়া উচিত ছিল।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =