‘দুয়ারে নর্দমার জল’ এর পাল্টা শুভেন্দুকে ভাগারের শকুনের সঙ্গে তুলনা করলেন কুণাল

‘দুয়ারে নর্দমার জল’ এর পাল্টা শুভেন্দুকে ভাগারের শকুনের সঙ্গে তুলনা করলেন কুণাল

কলকাতা: দু’দিনের বৃষ্টিতেই জলমগ্ন কলকাতা। শহরের উত্তর থেকে দক্ষিণ অনেক জায়গাই এখনও জমে রয়েছে জল৷ আর তা নিয়েই নজিরবিহীনভাবে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন নন্দীগ্রামের বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কালক্ষেপ না করে পাল্টা আক্রমণ ধেয়ে এসেছে তৃণমূল শিবির থেকেও৷

‘কলকাতাকে লন্ডন বানানো’ কিংবা ‘দুয়ারে নর্দমার জল’ প্রকল্পর পাল্টা হিসেবে শুভেন্দু অধিকারীর মুখকে নদর্মার সঙ্গে তুলনা করলেন তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ৷ এমনকি প্রাক্তন সতীর্থের তুলনা টানলেন ভাগারের শকুনের সঙ্গেও৷ স্বভাবতই, কলকাতার জল যন্ত্রণা নিয়ে প্রাক্তন দুই সতীর্থের কাদা ছোঁড়াছুড়িকে কেন্দ্র করে তোলপাড় শুরু হয়েছে দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে৷

ঘটনার সূত্রপাত, কলকাতার জল যন্ত্রণা নিয়ে এদিন বলতে গিয়ে শুভেন্দু ব্যঙ্গের সুরে বলেন, ‘‘কলকাতা তো লন্ডন হয়ে গিয়েছে৷ তাই দুয়ারে নদর্মার জল৷’’ দাবি করেছেন, ‘‘আমাদের মুখ্যমন্ত্রীর কথা শুনে বিজেপিকে ভোট দিলে কলকাতা উন্নত নগরীতে পরিণত হত৷ কিন্তু মানুষ তৃণমূলের কথা বিশ্বাস করে এখন ফল ভুগছে৷ বাড়িতে ঢুকছে নর্দমার জল৷’’ যার জবাবে শুভেন্দুকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে কুণালের পাল্টা প্রশ্ন, ‘‘তুমি তো সেচ মন্ত্রী ছিলে, খাল সংস্কার হয়নি কেন? কেউ তো বারণ করেনি খাল সংস্কার করতে, তাহলে হল না কেন? শুধু মুখে বড় বড় কথা৷’’

এরপরই কুণাল বলেছেন, ‘‘অবশ্য ওই তো মুখ৷ মনটাই তো নর্দমা৷ তাহলে সেই মুখ দিয়ে অন্য কিছু কি বেরতে পারে?  আসলে চোখ না বদলালে মনের নর্দমা তো মুখ দিয়েই বেরিয়ে আসবে৷’’ ঘটনাচক্রে দু’জনেই প্রাক্তন সতীর্থ৷ ছিলেন একই দলে৷ বেহাল নিকাশি নিয়ে তাঁদের এই কাদা ছোঁড়াছুড়ি নিয়ে স্বভাবতই দুই দলের কর্মী সমর্থকদের মধ্যে শুরু হয়েছে তীব্র তাপানউতোর৷ পরস্পর পরস্পরকে দুষছেন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × one =