কলকাতা: নবান্ন অভিযান ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি৷ পুলিশ ও মিছিলকারীদের মধ্যে খণ্ডযুদ্ধে রণক্ষেত্র একাধিক জায়গা৷ এই অভিযান অরাজনৈতিক বলে উল্লেখ করা হলেও, প্রচ্ছন্নে সমর্থন জানিয়েছে বিজেপি৷ এবার নবান্ন অভিযানকে কটাক্ষ করল তৃণমূল নেতা কুণাল ঘোষ। তিনি বলেন, “কিসের অরাজনৈতিক আন্দোলন? উদ্যোক্তারা নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে, তাঁরা আরএসএস। তার পরেও কী ভাবে এটা অরাজনৈতিক আন্দোলন থাকে৷”