কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার হয়েছেন তিনি, আর গ্রেফতার হওয়ার পরেই একে একে বিস্ফোরক সব তথ্য সামনে আসছে কুন্তল ঘোষকে নিয়ে। চাকরির নামে টাকা তোলার অভিযোগ তো আছেই, টলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে তাঁর যোগ, লক্ষ লক্ষ টাকা বিলিয়ে দেওয়ার মতো দাবিও করা হচ্ছে। এদিকে একই মামলায় অন্য এক ধৃত শান্তনু বন্দ্যোপাধ্যায় তো দাবিই করেছেন যে, সবকিছুর ‘মাস্টারমাইন্ড’ কুন্তল। এরই মধ্যে এই খবর ছড়িয়ে পড়েছে যে, কুন্তলের গোয়া এবং ত্রিপুরাতে সম্পত্তি আছে। যদিও তা মানতে একেবারে নারাজ স্বয়ং তৃণমূল যুব নেতা।
আরও পড়ুন- চলতি সপ্তাহেই বদলে যাবে আকাশের রূপ, ভিজতে পারে তিলোত্তমা
শুক্রবার কুন্তল ঘোষকে নিয়ে যাওয়া হয় ব্যাঙ্কশাল আদালতে। সেখানেই সংবাদমাধ্যম তাঁকে একাধিক ইস্যু নিয়ে প্রশ্ন করে। তাঁর সম্পত্তি নিয়েও জানতে চাওয়া হয়। এই প্রসঙ্গেই কার্যত সংবাদমাধ্যমকে আক্রমণ করেন কুন্তল। বলেন, প্রচার করে দেওয়া হচ্ছে যে তাঁর গোয়ায় হোটেল আছে, ত্রিপুরায় চা বাগান আছে। কিন্তু কোথায় আছে, এই প্রশ্ন করে সেসবের ঠিকানা চান কুন্তল! তাঁর দাবি, ভুল প্রচার করা হচ্ছে। সম্পত্তির যে হিসেব বিভিন্ন সূত্র মারফত জানা গিয়েছে, তা একদম ভুল। এমন কোনও সম্পত্তি নেই তাঁর। তবে ইডি কিন্তু এতদিনে কুন্তল ঘোষের বিপুল সম্পত্তির হদিশ পেয়েছে। যা নিয়ে তদন্ত চলছেই।
” style=”border: 0px; overflow: hidden”” title=”গত ৯ মাসে চাকরি গেল মোট কত জনের? How many individuals lost jobs in past 9 months?” width=”560″>
আসলে তৃণমূল যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন যে, এই দুর্নীতির মাস্টারমাইন্ড কুন্তল ঘোষ। ও মিথ্যা অভিযোগ এনে সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এর তার নাম বলছে৷ আর নিজের টাকাগুলো অন্য দিকে সরিয়ে দিচ্ছে৷ তাঁর দাবি, অন্য রাজ্যে টাকা সরিয়ে দিচ্ছে কুন্তল। তাঁকে কাঠগড়ায় তুলে শান্তনু আরও বলেন, কয়েকশো এজেন্টের থেকে ও কয়েকশো কোটি টাকা তুলেছে।