লক্ষ লক্ষ টাকা শুধুই ‘বিলিয়েছেন’ কুন্তল, টলিউডের আরও ৬ জন ইডির নজরে

লক্ষ লক্ষ টাকা শুধুই ‘বিলিয়েছেন’ কুন্তল, টলিউডের আরও ৬ জন ইডির নজরে

কলকাতা: নিয়োগ কাণ্ডে ধৃত কুন্তল ঘোষের সঙ্গে টলিউডের আরও বড় যোগসূত্র পাচ্ছে তদন্তকারী সংস্থা ইডি। আগেই তাঁর সঙ্গে অভিনেতা বনি সেনগুপ্ত এবং অভিনেত্রী কৌশানির ঘোষের ‘যোগ’ মিলেছে। এছাড়া ৪ জন অভিনেত্রীর বিষয়েও খোঁজ নিচ্ছে ইডি। এবার জানা গেল আরও ৬ জনের ওপর নজর আছে তাদের। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা মনে করছে, কোনও নথি বা চুক্তিপত্র ছাড়াই টলিউডে লক্ষ লক্ষ টাকা শুধুমাত্র বিলি করেছেন কুন্তল। এই অভিনেতা, অভিনেত্রীদের দেওয়া হয়েছে সেই টাকার বেশিরভাগ। এই সকলকে তারা জিজ্ঞাসাবাদ করতে পারে বলেও খবর।

আরও পড়ুন- কুন্তল সহ তিনজনের জামিন খারিজ আবার, ১৪ দিনের হেফাজত

ইতিমধ্যে জানা গিয়েছে, কুন্তলের একাধিক ইভেন্টে কাজ করেছেন বনি, তাঁর থেকে এক সময়ে গাড়ি কেনার টাকা পর্যন্ত নিয়েছেন। সেই কথা অভিনেতা নিজেই সংবাদমাধ্যমে স্বীকার করেছেন। অন্যদিকে কুন্তল ঘোষের সঙ্গে পার্লারের মালকিন সোমা চক্রবর্তী নামের যে মহিলার কথা জানা গিয়েছে তার সঙ্গেই আবার নাম জুড়েছে অভিনেত্রী কৌশানির। সংবাদমাধ্যমে অভিনেত্রীও ‘স্বীকার’ করেছেন যে, কুন্তলের অনুষ্ঠানে গিয়েছেন তিনি। বনির মাধ্যমেই কুন্তলের সঙ্গে তাঁর আলাপ হয়েছিল বলে দাবি তাঁর। এই অবস্থায় দাঁড়িয়ে টলিউডের আরও বেশ কয়েকজন কুন্তলের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন বলেই দাবি ইডি। তাদের বিরুদ্ধে আপাতত নথি জোগাড়ের কাজ করছেন তারা।