কলকাতা: নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ জামিন পেলেন না। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাঙ্কশাল আদালত। আগামী ১৭ তারিখ পর্যন্ত তাঁকে থাকতে হবে শ্রীঘরে। তারপর হবে পরবর্তী শুনানি। এই সময়ে জেলে গিয়ে তাঁকে জেরা করতে পারবেন ইডি আধিকারিকরা, এমনই জানিয়েছে আদালত। আসলে এই আর্জি ইডির তরফ থেকেই জানান হয়েছিল। তাতেই সায় দিয়েছেন বিচারক।
আরও পড়ুন- মোদী-শাহ হয়তো দুধ খান না! দাম বৃদ্ধি নিয়ে খোঁচা কংগ্রেস সাংসদের
শুক্রবার আদালতের এই রায়ের তীব্র বিরোধিতা করেছেন কুন্তল ঘোষের আইনজীবী। তাঁর বক্তব্য, আগে যে চার্জশিট দেওয়া হয়েছে তাতে অভিযুক্তের তালিকায় তাপস মণ্ডলের নাম থাকা সত্ত্বেও তিনি গ্রেফতার হননি। এদিকে তাঁরই বয়ানের ভিত্তিতে কুন্তল ঘোষকে গ্রেফতার করা হল। এখন জামিনের আবেদনও খারিজ করে দেওয়া হচ্ছে। তাঁর আরও বক্তব্য, ইডি যতবার তাঁর মক্কেলকে ডেকেছে তিনি গিয়েছেন, তদন্ত সহযোগিতাও করেছেন। কিন্তু তারপরেও তাঁকে গ্রেফতার করা হয়েছে। যদিও এর পাল্টা দিয়ে ইডির তরফ থেকে জানান হয়েছে, কুন্তলের দু’টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাড়ে ছয় কোটি টাকার হদিশ পাওয়া গিয়েছে। সেই টাকার উৎস জানতে চায় তারা।
তবে এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরও বিস্ফোরক দাবি করেছে। তাঁদের কথা, ১৩০ জন চাকরিপ্রার্থীর প্রত্যেকের কাছ থেকে ৮ লক্ষ করে টাকা নেওয়া হয়েছিল। সেই টাকা গিয়েছে ‘প্রভাবশালী’দের পকেটে। সেই ‘প্রভাবশালীর’ তালিকায় রয়েছে তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের নাম। ইডির দাবি, টাকা প্রার্থীদের কাছ থেকে নিয়েছিলেন কুন্তল বা তাঁর কোনও সহযোগী। সেখান থেকে টাকা পৌঁছে যেত তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়-সহ ‘প্রভাবশালী’দের পকেটে।