কলকাতা: আরও একবার খারিজ হয়ে গিয়েছে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হুগলির ছাত্রনেতা কুন্তল ঘোষ, নীলাদ্রি ঘোষ এবং মানিক-ঘনিষ্ঠ তাপস মণ্ডলের জামিনের আবেদন৷ তাঁদের সকলকেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আলিপুর আদালত। তবে আজ জেলে যাওয়ার পথে জল্পনা উদ্দীপক কাণ্ড ঘটিয়েছেন কুন্তল ঘোষ। আবারও এক নারী চরিত্র নিয়ে কৌতূহল বেড়েছে রাজ্যে। নিয়োগ দুর্নীতিতে এই মহিলাও জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। কারণ কুন্তল সরাসরি তাঁর নাম নিয়েছেন। কে এই মহিলা?
আরও পড়ুন- বিকাশ মিশ্রকে ‘সাহায্য’! জেল সুপারকে জরিমানা, জেলও হতে পারে বলল হাইকোর্ট
বৃহস্পতিবার আলিপুর আদালত থেকে প্রেসিডেন্সি সংশোধনাগারে যাওয়ার পথে কুন্তলের মুখে শোনা গিয়েছে হৈমন্তী বলে এক মহিলার নাম। কুন্তলের দাবি, এই মহিলা অনেক জায়গায় টাকা পৌঁছে দিত এবং ইনি আসলে এই মামলায় যুক্ত গোপাল নামে আরেক ব্যক্তির স্ত্রী। সিবিআইকে নাকি এই মহিলা সম্পর্কে তথ্য দিয়েছেন গ্রেফতার হওয়া তৃণমূল যুবনেতা। তদন্তকারীরা মনে করছেন, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এটা নতুন মোড়। প্রসঙ্গত, এই গোপালকে অনেকে আবার ‘আরমান গঙ্গোপাধ্যায়’ বলেও চেনেন। এমনকি জানা যায়, এর আগে চিটফান্ড মামলায় নাম জড়িয়েছিল তার। কুন্তলের দাবি ছিল, তিনি গোপালকে বিপুল পরিমাণ টাকা দিয়েছেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”পার্থকে লক্ষ্য করে মল ভর্তি মগ ছুড়ল জঙ্গি মুসা! Partha Chatterjee trips in jail” width=”560″>
উল্লেখ্য, টেট মামলায় ইডির হাতে গ্রেফতার হন কুন্তল ঘোষ৷ পরে সিবিআই তাঁকে নিজেদের হেফাজতে নেয়। সেইসঙ্গে তাঁর সঙ্গী নীলাদ্রি ঘোষ ও তাপস মণ্ডলকেও হেফাজতে নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। বৃহস্পতিবার তাঁদের তিনজনকে আলিপুরে সিবিআইয়ের বিশেষ আদালতে তোলা হলে সকলেরই জামিনের আবেদন খারিজ হয়ে যায়৷ সিবিআইয়ের দাবি, এঁরা সকলেই বৃহত্তর ষড়যন্ত্রের সঙ্গে জড়িত৷
