কলকাতা: নিয়োগ কাণ্ডে গ্রেফতার হওয়ার তৃণমূল যুবনেতা প্রথম থেকেই মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দিকে অভিযোগের আঙুল তুলে এসেছেন। তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে বলেই দাবি কুন্তল ঘোষের। শুক্রবার আরও একবার কার্যত সেই অভিযোগই করে তাপসকে বিজেপি লোক পর্যন্ত বলে দিলেন কুন্তল। এদিন সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এই দাবিই করলেন নিয়োগ দুর্নীতিকাণ্ডে ধৃত তৃণমূল নেতা।
আরও পড়ুন- দিনে শিক্ষক, রাতে কুলি! তিনি সেই গ্ল্যাডিয়েটর… যিনি মানবতাকেই সামনে রাখেন!
আজ ইডি হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে কুন্তল ঘোষের। তাঁকে আদালতে পেশ করার আগে মেডিক্যাল চেকআপের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে যাওয়ার পথেই গ্রেফতার হওয়া তৃণমূল বিধায়ক তথা অপসারিত পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডলের দিকেই ফের অভিযোগের তীর ছুড়লেন তিনি। কুন্তলের স্পষ্ট দাবি, তাপস বিজেপির লোক এবং এই বিষয়ে তিনি আদালতেও জানাবেন। এইটুকুতেই থামেননি তৃণমূল যুবনেতা। তিনি আরও বলেন, তাপসের ব্যাপার ছাড়াও তাঁর আরও অনেক কিছু বলার আছে। সেগুলি সব আদালতেই বলবেন তিনি। এই প্রেক্ষিতেই তাঁর দাবি, প্রথম থেকেই তাঁকে ফাঁসানো হয়েছে।
” style=”border: 0px; overflow: hidden”” title=”ডিএ-র দাবিতে রাজ্য সরকারি কর্মীদের বিক্ষোভ! Protest continues in demand for pending DA” width=”853″>
কয়েক দিন আগেই কুন্তল ঘোষের জোড়া ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি এবং বিপুল অর্থ উদ্ধার করে। অন্যদিকে ইডি এও জানিয়েছিল যে খোদ তাপস মণ্ডল দাবি করেছেন যে, কুন্তল ঘোষকে ১৯ কোটি টাকা দিয়েছিলেন তিনি। একই সঙ্গে কুন্তলের বাড়িতে তল্লাশি চালিয়ে পরীক্ষার্থীদের নানা নথি যেমন অ্যাডমিট কার্ড, ভেরিফিকেশন নথি উদ্ধার হয়েছে। যদিও কুন্তল এবং তাঁর স্ত্রী শুরু থেকেই ষড়যন্ত্রের অভিযোগ করে আসছেন।
