মেদিনীপুর: কুড়মি নেতাদের নিয়ে বিরূপ মন্তব্য করেছিলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। সেই মন্তব্যের জন্যই তাঁর বাড়ি ঘেরাও করা হবে বলে আগেই হুঁশিয়ারি দেওয়া হয়েছিল কূড়মিদের তরফে। সেই মতো আজ তাঁর বাড়ির সামনে চরম বিক্ষোভ দেখান হল। বুধবার মেদিনীপুরের বিজেপি সাংসদের বাড়ির সামনে জমায়েত করেন কুড়মিরা। তাঁর বাড়ির গেট ভেঙে দেওয়া হয় বলেও অভিযোগ উঠছে। এদিকে এই ঘটনায় রাজ্য প্রশাসনকে নিশানা করেছেন গেরুয়া সাংসদ। তাঁর কথায়, সাংসদের বাড়ির গেট ভাঙা হয়েছে, এটা রাজ্যের দেখার কথা। কিন্তু তেমন কিছুই করা হয়নি।
বর্তমানে দিল্লিতে রয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু তাঁর বাড়ির সামনের এই বিক্ষোভ খবর তিনি আগেই পেয়েছেন। কিন্তু ঠিক কীসের কারণে এই বিক্ষোভ প্রদর্শন করছেন কুড়মিরা? আসলে কিছুদিন আগে ঝাড়গ্রাম জেলার লালগড় থানার বামাল গ্রামে দলীয় কর্মসূচিতে যাওয়ার সময় তাদের ক্ষোভের মুখে পড়েছিলেন দিলীপ ঘোষ। তিনি কুড়মিদের জন্য কী করেছেন তা জানতে চাওয়ায় দিলীপ যা উত্তর দিয়েছিলেন তা পছন্দ হয়নি কারোর। পরে দিলীপ ঘোষ কুড়মিদের উদ্দেশে বলেন, বেশি বাড়াবাড়ি করলে সব ক’টা নেতার কাপড় খুলে দেবেন তিনি। এতেই যেন আগুনে ঘি পড়ে। সেই সময়ই কুড়মিরা জানিয়েছিলেন যে তারা সাংসদের বাড়ি ঘেরাও করবেন।
” style=”border: 0px; overflow: hidden”” title=”এগরায় বিস্ফোরণ: রাজ্যের পুলিশ পুরো ফেল করে গিয়েছে? পঞ্চায়েতের আগে বাতাসে বারুদের গন্ধ!” width=”853″>
তার আগে অবশ্য কুড়মিরা জানিয়েছিলেন, ২৪ ঘণ্টার মধ্যে ক্ষমা চেয়ে দিলীপ যদি নিজের মন্তব্য প্রত্যাহার করে নিলে কোনও পদক্ষেপ নেওয়া হবে না। কিন্তু যদি তা তিনি না করেন তাহলে ৫০ হাজার কুড়মিকে নিয়ে তাঁর বাড়ি ঘেরাও করা হবে। সেই মতো বুধবার দিলীপের বাড়ির সামনে জমায়েত করেন কুড়মিরা। অভিযোগ উঠেছে, দিলীপের বাংলোর মূল ফটক ভেঙে ভিতরে ঢুকে যান বিক্ষোভকারীরা। সেখানে গিয়ে জামা খুলে প্রতিবাদ দেখান। একই সঙ্গে দাবি ওঠে, নিঃশর্ত ক্ষমা চাইতে হবে দিলীপ ঘোষকে।