পুরুলিয়া: তফসিলি উপজাতি ভুক্ত হওয়ার লড়াইয়ে নেমে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে তারা। কেন্দ্র এবং রাজ্য দুই পক্ষের প্রতিনিধিরাই তাদের বিক্ষোভের মুখে পড়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে সামনের পঞ্চায়েত নির্বাচনে কুড়মিরা কোনও স্বীকৃত রাজনৈতিক দলকে সমর্থন করবেন না বলে জানিয়ে দিয়েছে। তাদের শীর্ষ নেতাদের স্পষ্ট বক্তব্য, প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে সমর্থন তো দূর, প্রার্থীদের হয়ে প্রচারেও অংশ নেবেন না তারা কেউই।
সম্প্রতি গোটা বিষয় নিয়ে পুরুলিয়ায় তাদের বৈঠক হয়েছে। সেই বৈঠক থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন তারা। আদিবাসী কুড়মি সমাজের মূল মানতা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল অপমান করেছে তাদের। যারা অপমান করেছে তাদের হয়ে কেন লড়াই করা হবে? এই প্রশ্নই তাদের। তবে এটাও জানান হয়েছে যে, কেউ নির্দল হয়ে ভোটে দাঁড়াতে চাইলে কোনও আপত্তি নেই কুড়মি সংগঠনের। কিন্তু আদিবাসী কুড়মি সমাজের যাদের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করেছে বিভিন্ন রাজনৈতিক দল, তাদের প্রার্থীপদ প্রত্যাহার করার জন্য আবেদন জানানো হবে বলে খবর।
” style=”border: 0px; overflow: hidden”” title=”সর্বদলীয় বৈঠক শেষ হতেই সিপিএম কর্মী-সমর্থকদের বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে!” width=”560″>
কিছুদিন আগেই বিজেপি সাংসদ দিলীপ ঘোষ এবং তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয় কুড়মিদের বিক্ষোভের মুখে পড়েছিল। দিলীপের বাড়ির গেটের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন তারা এবং তাঁর বাড়ির গেট পর্যন্ত ভাঙা হয়। অন্যদিকে, অভিষেকের কনভয় হামলা চালিয়েছিলেন তারা, রাজ্যের মন্ত্রী বীরবাহা হাসদার গাড়ির কাচ ভাঙে সেই হামলায়।