KYC আপডেটের নামে প্রতারণা, বিহার থেকে ধৃত প্রতারক

KYC আপডেটের নামে প্রতারণা, বিহার থেকে ধৃত প্রতারক

কলকাতা: কে ওয়াই সি আপডেট করার নাম করে অ্যাপ ইন্সটল করিয়ে লক্ষ লক্ষ টাকা প্রতারণার অভিযোগে বিহারের গয়া থেকে একজনকে গ্রেফতার করল লেক টাউন থানার পুলিশ। ধৃতকে আজ বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।

চলতি বছরের অক্টোবর মাসের শেষদিকে লেকটাউনের বাসিন্দা বৃদ্ধা বিনা সরফের কাছে ফোন আসে৷ তার ব্যাংক একাউন্টে কেওয়াইসি আপডেট করা নেই। কেওয়াইসি আপডেট না করলে ব্যাংক একাউন্ট বন্ধ করে দেওয়া হবে। এরপরে বৃদ্ধা জানতে চান, কি করতে হবে। তারপরে বৃদ্ধাকে একটি অ্যাপ ইন্সটল করানো হয়। এরপরেই বৃদ্ধার ব্যাংক একাউন্ট থেকে দফায় দফায় ৩ লক্ষ টাকা গায়েব হয়ে যায়।

ওই বৃদ্ধার কথায়, ‘‘এভাবে ব্যাঙ্কের নামে যে কেউ প্রতারণা করবে সেটা প্রথমে বুঝতে পারিনি৷’’ তারপরেই বৃদ্ধার ছেলে সৌরভ সরফ অক্টোবর মাসের ২৪ তারিখে লেকটাউন থানায় অভিযোগ দায়ের করে। সেই ঘটনার তদন্তে নামে পুলিশ৷ সাইবার জালিয়াতির তদন্তে নেমে পুলিশ জানতে পারে, প্রতারক ঘাঁটি গেড়েছে বিহারের গয়ার টিকারী থানার অন্তর্গত কাঞ্চনপুরে৷ সেখানে হানা দিয়ে ধর্মেন্দ্র কুমার নামে অভিযুক্তকে পাকড়াও করে পুলিশ৷ ধৃতকে আজ শনিবার বিধাননগর মহকুমা আদালতে তোলা হবে। পুলিশ সূত্রে খবর, ধৃতের সঙ্গে আর কে কে জড়িত আছে এবং এই চক্র আর কতদূর বিস্তৃত তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে চালানো হবে তদন্ত৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + seven =