কলকাতা: শেষ কয়েক দিন ধরেই উত্তাল তিলজলা। শিশু কন্যাকে নৃশংসভাবে যৌন হেনস্থা এবং হত্যার ঘটনায় পুলিশের দিকে একাধিক অভিযোগের আঙুল। তার জেরে হিংসাত্মক অবস্থার সৃষ্টিও হয়। পুলিশের বিরুদ্ধে গাফিলতির পর পর অভিযোগ উঠতেই নড়েচড়ে বসল লালবাজার। থানাগুলিকে বিশেষ নির্দেশিকা পাঠান হয়েছে তাদের তরফে। কোনও ভাবে যেন এমন অভিযোগ আর উঠতে না পারে তার ব্যবস্থা নিতেই পদক্ষেপ।
আরও পড়ুন- ‘আইনের প্রতি শ্রদ্ধা জরুরি’, রাহুলকাণ্ডে নজর রাখছে আমেরিকা’, জানালেন বাইডেনের মুখপাত্র
কী নির্দেশ দিয়েছে লালবাজার? জানা গিয়েছে, নিখোঁজ নাবালক-নাবালিকার বা অপহৃতের তালিকা তৈরি করে থানাগুলিকে প্রথমে উপ-নগরপাল বা ডিভিশন অফিসে পাঠাতে হবে। তারপর ওই তালিকা আসবে লালবাজারে। এই নির্দেশ যাতে দ্রুত কার্যকর করা হয় সেটাও স্পষ্ট করে জানান হয়েছে। প্রতিদিন বিভিন্ন থানায় একাধিক নিখোঁজ হওয়ার এবং অপহরণ হওয়ার অভিযোগ জমা পড়ে। সে সব অভিযোগ একসঙ্গে তালিকাভুক্ত করে তা প্রতিদিন রাত একটার মধ্যে সংশ্লিষ্ট ডিভিশন অফিসে পাঠাতে হবে। এমনটাই জানিয়েছে লালবাজার। পরবর্তী সময়ে সেই তালিকাই লালবাজার ক্রাইম কন্ট্রোলে এবং গোয়েন্দা বিভাগে চলে যাবে।
ঘোষণা
এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের নিজস্ব। প্রযুক্তিগত সমস্যার কারণে এই প্রতিবেদন আজ বিকেল ডট কমের পাতায় নাও দেখা যেতে পারে৷ ফলে, সব খবরের জন্য অবশ্যই নজর রাখুন https://aajbikel.com/ -এই লিঙ্কে৷
আমাদের ফেসবুক পেজ – https://www.facebook.com/Aajbikal
আমাদের ইউটিউব চ্যানেল- https://www.youtube.com/@AajBikelNews
নজর রাখতে পারেন
” style=”border: 0px; overflow: hidden”” title=”স্বাস্থ্যবিমা দাবি করার সময় মনে রাখুন কিছু গুরুত্বপূর্ণ বিষয়! Claiming of health insurance process” width=”835″>
তিলজলা কাণ্ডে ইতিমধ্যেই ২০ জনকে গ্রেফতার করা হয়েছে যাদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশের কাজে বাধা দেওয়া এবং পুলিশের ওপর হামলার অভিযোগ আছে। তবে স্থানীয়দের অভিযোগ, পুলিশ প্রথমে তাদের অভিযোগ শুনতেই চায়নি। পুলিশ দ্রুত পদক্ষেপ করতে ঢিলেমি করেছে। অনেক পরে তল্লাশি শুরু করে। সেই কারণেই আরও উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। যদিও তিলজলায় শিশু হত্যার ঘটনায় মূল অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
