বঙ্গে দুর্যোগ, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি

বঙ্গে দুর্যোগ, বাতিল সরকারি কর্মচারীদের ছুটি

কলকাতা:  রাজ্যে ফের ঘূর্ণি ঝড়ের ভ্রুকুটি৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে রবিবার থেকে বৃষ্টি শুরু হবে দক্ষিণ বঙ্গে৷ বিশেষ করে প্রভাবিত হবে উপকূলবর্তী জেলাগুলি৷ দুর্যোগ সতর্কতায় একাধিক পদক্ষেপ করেছে কলকাতা পরসভা৷ স্কুলে ত্রাণ শিবির খোলার নির্দেশ দেওয়া হয়েছে৷ বিপজ্জনক বাড়ি থেকে বাসিন্দাদের স্কুলে সরিয়ে আনা হবে বলেও জানানো হয়েছে৷ পাশাপাশি দুর্যোগ মোকাবিলায় সতর্ক রাজ্য প্রশাসন৷ ৫ অক্টোবর পর্যন্ত রাজ্য সরকারি কর্মীদের ছুটি বাতিল ঘোষণা করা হয়েছে৷ 

আরও পড়ুন- গভীর নিম্নচাপের ভ্রুকুটি! বৃষ্টিতে ভাসবে বাংলার কোন কোন জেলা

দুর্যোগ মোকাবিলার জন্য রাজ্য সরকারের যে দফতরগুলি রয়েছে তাদের মধ্যে ইতিমধ্যে সমন্বয় সাধন করে বৈঠক হয়েছে৷ বিভিন্ন দফতরের আধিকারিক ও কর্মীদের ছুটি ৫ অক্টোবর পর্যন্ত বাতিল করা হয়েছে৷ বৈঠক হয়েছে জেলা প্রশাসনের সঙ্গেও৷ উপকূলবর্তী যে জেলাগুলি রয়েছে সেই এলাকাগুলিতে যাতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা যায় তার জন্য এখন থেকেই নজর দিতে বলা হয়েছে৷ বিভিন্ন জায়গায় এনডিআরএফ ও এসডিআরএফ-এর দল পৌঁছতে শুরু করেছে৷ সর্বোপরী বিদ্যুৎ দফতর এবং পুর ও নগরোন্নয়ন দফতরকে বিশেষ ভাবে সতর্ক থাকতে বলা হয়েছে৷ বিপদ এড়ানোর জন্য এই দফতরের যে কর্মীরা রয়েছেন তাঁদেরকেই সবচেয়ে বেশি দায়িত্ব নিতে হবে৷ সে কারণেই দুর্যোগ মোকাবিলা সংক্রান্ত দফতরের কর্মীদের ছুটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − five =