১০ হাজার আয়, এমন পরিবারকে ১৫ কেজি চাল-গম দেওয়ার দাবি বামেদের

১০ হাজার আয়, এমন পরিবারকে ১৫ কেজি চাল-গম দেওয়ার দাবি বামেদের

কলকাতা: লকডাউনের ফলে ক্ষতিগ্রস্থ শহরবাসীর সাহায্যার্থে কলকাতার বামফ্রন্ট কাউন্সিলররা মাসিক ১০ হাজার টাকা পর্যন্ত উপার্জন আছে এমন প্রতি পরিবারকে প্রতি মাসে বিনামূল্যে ১৫ কেজি চাল ও ১০ কেজি গম দেওয়ার দাবি জানিয়েছে। বাম পুর দলনেত্রী রত্না রায় মজুমদারের নেতৃত্বে দলের কাউন্সিলররা আজ দুপুরে পুরভবনে গিয়ে এই দাবি সম্বলিত ডেপুটেশন জমা দেয়। মেয়র ফিরহাদ হাকিমকে এই ডেপুটেশন দেওয়ার কথা থাকলেও, মেয়রের অনুপস্থিতিতে মেয়রের চেম্বারে টেবিলের উপর ডেপুটেশন রেখে আসেন তারা।

ডেপুটেশনের একটি কপি পুরসচিব হরিহর প্রসাদ মন্ডলকেও দেন তারা। এর পর বাম পুরদলনেত্রী সাংবাদিকদের বলেন, লকডাউনের ফলে উপার্জন চলে যাওয়ায় শহরে কষ্টে দিন কাটাচ্ছেন প্রচুর মানুষ। এছাড়া অনেকের রেশন কার্ড নেই, বা কারোর কারোর রেশন কার্ড ল্যাপ্স হয়ে গেছে। তাই এই সময়ে অন্তদয় অন্ন যোজনা, বিশেষ অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার, অগ্রাধিকার তালিকাভুক্ত পরিবার, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ ও ২ হিসেবে পাঁচ শ্রেণীতে ভাগ না করে মাসিক পারিবারিক আয় ১০ হাজার টাকা পর্যন্ত সকলকেই বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হোক।

অন্যদিকে, রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা ১ প্রকল্পের অধীন ফুডকুপনগুলি বোরো সামাজিক সহায়তা প্রকল্পের আধিকারিকদের মাধ্যমে দেওয়ার নির্দেশ দেওয়া হলেও তা আদতে তৃণমূল কংগ্রেস দলের বিধায়ক, কাউন্সিলরদের মারফত বাড়ি বাড়ি বিতরণ করা হচ্ছে বলে রত্না দেবী অভিযোগ করেন। তিনি দাবি জানান, গণতান্ত্রিকভাবে হয় আধিকারিকদের মাধ্যমে অথবা সব দলের জনপ্রতিনিধিদের মাধ্যমেই সুবিধাপ্রাপকদের বাড়ি বাড়ি কুপন বিলি করা হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen − 13 =