আরও ৩০ দিন রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী, প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ বিজেপি’র

আরও ৩০ দিন রাজ্যে থাকুক কেন্দ্রীয় বাহিনী, প্রধান বিচারপতির এজলাসে দৃষ্টি আকর্ষণ বিজেপি’র

কলকাতা: আদালতের নির্দেশে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে সম্পন্ন হয়েছে পঞ্চায়েত ভোট৷ তবে ভোট পর্ব মিটিয়েই তারা ফিরে যাননি৷ বরং ভোট পরবর্তী হিংসা রুখতে নির্বাচন মেটার দশ দিন পর্যন্ত রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার পরামর্শ দেয় হাই কোর্ট। সেই সময় পেরিয়েছে৷ এখন বিরোধীদের আর্জি, রাজ্যে আরও ৩০ দিন থাকুক কেন্দ্রীয় বাহিনী৷ এমনই আবেদন জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন ব্যাঞ্চের দৃষ্টি আকর্ষণ করল বিজেপি৷ 

গেরুয়া শিবিরের আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল শুক্রবার এই মর্মে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের পর আরও দশ দিন রাখার নির্দেশ দিয়েছিল প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চএ। সেই সময়সীমা শেষ হয়ে গিয়েছে। সেই সময়সীমা আরও বাড়ানোর আর্জি জানানো হয়৷ তাঁর দাবি, রাজ্যের বিভিন্ন প্রান্তে এখনও মহিলা, শিশুরা আক্রান্ত হচ্ছে। বহু বিজেপি কর্মী ঘর ছাড়া। 

তবে প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম বলেন, এই পরিস্থিতিতে আমরা কোনও নির্দেশ দিতে পারব না। তবে আমরা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে অনুরোধ করতে পারি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে তাদের সিদ্ধান্তের উপরেই নির্ভর করতে হবে৷ সোমবার এই মামলাটি শুনানি হবে। ইতিমধ্যে কেন্দ্রকে এই মামলার কপি পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। আইনজীবী  ই-মেল মারফত তাঁর আর্জি কেন্দ্রকে জানিয়েছেন। সেই ই-মেলের কপি এবং হাতে লেখা চিঠি আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + eight =