অসময়ের বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, নামল পারদ, আর কত ক্ষণ চলবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস

অসময়ের বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গ, নামল পারদ, আর কত ক্ষণ চলবে দুর্যোগ? জানাল হাওয়া অফিস

rain

কলকাতা: শক্তি হারিয়ে নিম্নচাপে পরিণত ঘূর্ণিঝড় মিগজাউম৷ কিন্তু এর প্রভাব এখনও কাটেনি৷ বুধবার বিকেল থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে শুরু হয়েছে বৃষ্টি৷ রাতের দিকে প্রাবল্য আরও বাড়ে৷ সঙ্গে বয়েছে দমকা হাওয়া৷ সকালেও পরিস্থিতির হেরফের ঘটেনি৷ এরই মধ্যে হাওয়া অফিস জানাচ্ছে, এখনও কাটছে না অসময়ের দুর্যোগ৷ আজও দিনভর কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে৷ তবে বৃষ্টির ধাক্কায় শহরের তাপমাত্রা এক ধাক্কায় ৩ ডিগ্রি নেমে গিয়েছে৷ এর পরেও এটি স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি৷ 

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, শুক্রবার পর্যন্ত এই পরিস্থিতি চলবে৷ নাগাড়ে বৃষ্টি না হলেও, দক্ষিণবঙ্গের জেলাগুলির কোনও কোনও অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে৷ ভিজবে দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া। তবে সপ্তাহান্তে স্বমহিমায় ফিরবে শীতের আমেজ৷ জানাচ্ছে হাওয়া অফিস৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =