কলকাতা: বঙ্গোপসাগরে ঘনীঘূত অতি গভীর নিম্নচাপ৷ যার জেরে সকাল থেকেই মুখ ভার আকাশের৷ কোথাও কোথাও শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি৷ সঙ্গে বইছে ঝোড়ো হাওয়া৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, এই নিম্নচাপের জেরে কলকাতা-সহ বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে উপকূলবর্তী জেলাগুলিতেও৷
হাওয়া অফিস জানাচ্ছে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির সম্ভাবনাও বাড়তে শুরু করবে। দফায় দফায় বৃষ্টি ঝরবে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি ইতিমধ্যেই শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপের রূপ নিয়েছে৷ আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই অতি গভীর নিম্নচাপটি গতি পরিবর্তন করে উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হবে। আগামীকাল, ১৭ নভেম্বর সকালের মধ্যেই এটি ভুবনেশ্বরের কাছাকাছি ওড়িশা উপকূলে এসে হাজির হবে৷
এর পর আগামী শনিবার পশ্চিমবঙ্গের সুন্দরবনের উপর দিয়ে বাংলাদেশের দিকে এগিয়ে যাবে এই নিম্নচাপ। আবহাওয়াবিদরা জানাচ্ছে, নিম্নচাপের জেরে আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে। ১৬ নভেম্বর, বৃহস্পতিবার থেকে ১৮ নভেম্বর, শনিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপের জেরে এ রাজ্যের উপকূলবর্তী জেলাগুলির উপর দিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে৷