ধর্ষণ ছাড়া কোনও মামলায় ‘আমৃত্যু’ কারাদণ্ড দেবে না নিম্ন আদালত, ঐতিহাসিক রায় হাই কোর্টের

ধর্ষণ ছাড়া কোনও মামলায় ‘আমৃত্যু’ কারাদণ্ড দেবে না নিম্ন আদালত, ঐতিহাসিক রায় হাই কোর্টের

কলকাতা: ধর্ষণ ছাড়া আর কোনও মামলায় অপরাধীকে ‘আমৃত্যু’ কারাদণ্ড দিতে পারবে না নিম্ন আদালত। ঐতিহাসিক রায় কলকাতা হাই কোর্টের৷ একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চশনিবার একটি মামলার পরিপ্রেক্ষিতে এমনই রায় দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি ও বিচারপতি বিভাস পট্টনায়েকের ডিভিশন বেঞ্চ৷ 
 

আরও পড়ুন- স্বেচ্ছামৃত্যুর আবেদন করছেন তৃণমূল বুথ সভাপতি! কেন 

আদালত রায়ে উল্লেখ করা হয়েছে, মৃত্যুদণ্ডের বদল  আমৃত্যু কারাদণ্ড দেওয়ার ক্ষমতা রয়েছে একমাত্র উচ্চ আদালতেরই৷ রায় ঘোষণার সঙ্গে  রাজ্যের প্রতিটি বিচারবিভাগীয় অফিসারকে এই নির্দেশের কপি পাঠাতে হবে বলেও হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রায় ঘোষণার সময় কোনও নিম্ন আদালত এই ভুল না করে। প্রসঙ্গত, তমলুক নিম্ন আদালতের একটি রায়ের পরিপ্রেক্ষিতে এই রায় ঘোষণা করে কলকাতা হাইকোর্ট৷ খুন ও অস্ত্র আইনে একটি মামলায় অপরাধীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল তমলুক আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় সাজাপ্রাপ্ত ব্যক্তিরা।  সেই মামলার রায়েই হাইকোর্ট জানায়, রাষ্ট্রপতি বা রাজ্যপালের সাংবিধানিক ক্ষমতাকে ক্ষুণ্ণ না করে একমাত্র সুপ্রিম কোর্ট ও হাইকোর্টই পারে মৃত্যুদণ্ডের বদলে আমৃত্যু কারাদণ্ড দিতে। তাই তমলুক আদালতের দেওয়া আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ ভুল। তদন্ত ও শুনানি চলাকালীন যতটা সময় আসামি বন্দি ছিল, সেই সময়কাল তার সাজার মেয়াদ থেকে বাদ যাওয়ার কথা। কিন্তু এক্ষেত্রে সেটা মানা হয়নি।