CBI কেন বারবার তৃণমূলের নেতাদের ডাকছে, ব্যাখ্য দিলেন মদন

CBI কেন বারবার তৃণমূলের নেতাদের ডাকছে, ব্যাখ্য দিলেন মদন

কলকাতা: সোমবার ফের আইকোর মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ আগামীকাল অর্থাৎ মঙ্গলবার হাজিরা দেওয়ার কথা মদন পুত্র স্বরূপের৷ কেন বারে বারে সিবিআই ডাকছে তৃণমূলের নেতা, মন্ত্রীদের সোমবার তার ব্যাখ্যা দিয়েছেন মদন৷ বলেছেন, ‘‘বারংবার আমাদেরই ডাকা হচ্ছে, কারণ সামনে নির্বাচন৷ সামনের নির্বাচনে আমরা জিতব৷ তাই আমাদের ডাকা হচ্ছে৷ শুভেন্দুদের ডাকা হচ্ছে না৷ তাঁর কারণ ওরা জিতবে না।’’

সিবিআই সূত্রের খবর, আইকোরের একাধিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল মদন মিত্রকে৷ তাই এদিন তাঁকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ এবিষয়ে জানতে চাওয়া হলে মদন মিত্র বলেন, ‘‘এত বড় পৃথিবী৷ কবে কোথায় গিয়েছে তা কিন্তু আর মনে থাকে৷ আমি তো আর রবীন্দ্রনাথ নয়, যে প্রতিদিনের কর্মসূচি দিনপঞ্জিতে লিখে রাখব৷’’ বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের তৃণমূলে যোগ নিয়ে জল্পনা উস্কে দিয়েছেন কুণাল ঘোষ৷ ওই প্রসঙ্গে বলতে গিয়েও লকেট সম্পর্কে তীব্র কটাক্ষ করেছেন মদন৷ বলেছেন, ‘‘লকেট ব্যাপারটা বেসিক্যালি ছোট৷ লকেট কোনদিন বড় হতে পারবে না৷ লকেটটা খুবই ছোট৷ তাই ছোট জিনিস নিয়ে আলোচনা করার থেকে বেশি এখন আমি যাচ্ছি ভবানীপুরে৷ আমাদের তৃণমূল কর্মীরা এখন শান্তি রক্ষা করছে আর একতরফা বিজেপি ওখানে বন্দুক বার করে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, গুলি দেখাচ্ছে।’’

দিলীপ ঘোষের ওপর হামলার প্রসঙ্গটিও কার্যত নস্যাৎ করে দিয়েছেন কামারহাটির বিধায়ক৷ বলেছেন, ‘‘ওই মিটিংটা যেখানে হচ্ছে আমার অফিসের তলায়৷ আমি ঠিক মিটিংটা শুরু হওয়ার পাঁচ মিনিট সাত মিনিট আগে ওখানে ছিলাম৷ সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ৷ দু’শোর উপর মাইক, যেখানে আমাদের একটা অভিষেককে ত্রিপুরায় যেতে দেওয়া হয় না, সেখানে ওদের গোটা পার্টি দু’শোর উপর মাইক লাগিয়ে মিটিং করছে৷ গণতান্ত্রিক পরিবেশ সকাল সাড়ে সাতটা আটটার সময় খবর আসতে লাগলো প্রত্যেকটা পাড়ায় কেন্দ্রীয় মন্ত্রী এমপি ঢুকে জনগণকে থ্রেট করছে৷ এমনকি ভ্যাকসিন চলছে সেখানে ঢুকে ধাক্কা মারছে আর এমনকি একটা মেয়ের বুকে পুরোপুরি খুলে দিলীপ ঘোষ ও তার দেহরক্ষী মেশিন ঠেকাচ্ছেন৷ সেই ছবিও চলে এসেছে৷ তারপরও আমি অভিনন্দন জানাচ্ছি ভবানীপুরের কর্মীদের যে ওরা নন্দীগ্রাম বা ভাটপাড়ার বদলা নিতে চাইনি৷’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × two =