কলকাতায় সেঞ্চুরি পেট্রোলের, গরুর গাড়ি চেপে অভিনব প্রতিবাদ মদন মিত্রের

কলকাতায় সেঞ্চুরি পেট্রোলের, গরুর গাড়ি চেপে অভিনব প্রতিবাদ মদন মিত্রের

কলকাতা:  কলকাতায় ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে পোট্রোল৷ জেলা গুলিতেও ১০০ পাড়৷ প্রতিদিন বেড়ে চলেছে পেট্রোল-ডিজেলের দাম৷ প্রতিবাদে ফের পথে নামলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র৷ ফের অভিনব কয়দায় চলল তাঁর প্রতিবাদ৷ এর আগে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তিনি সাইকেল চালিয়েছেন, টেনেছেন রিক্স৷ এবার তাঁর হাতিয়ার গরুর গাড়ি৷ 

আরও পড়ুন- তৃতীয় ঢেউয়ের আশঙ্কার মাঝেই চোখ রাঙাচ্ছে জিকা, জারি সতর্কতা

জ্বালানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে গত বৃহস্পতিবার বেলঘড়িয়া রথতলা এলাকায় সাইকেল মিছিল করেছিলেন মদন মিত্র৷ আজ গরুর গাড়ি নিয়ে পথে নামেন তিনি৷ তাঁর বক্তব্য, যে ভাবে তেলের দাম বাড়ছে তাতে আগামী দিনে সাইকেল বা গরুর গাড়ি করেই মানুষকে যাতায়াত করতে হবে৷ তিনি তারই সূত্রপাত করলেন৷ সেই সঙ্গে কেন্দ্রীয় সরকারকে কটাক্ষ করে কামারহাটির বিধায়ক বলেন, ‘‘তেলের দাম ১০০ টাকা৷ যার অর্থ বিজেপি’র কফিনে শেষ পেরেক পড়ে গিয়েছে৷’’ এই লড়াই দিল্লিতে গিয়ে থামবে বলেইও হুঁশিয়ারি তাঁর৷  

গত জুন মাসে তেলের দাম বাড়ার প্রতিবাদে রিকশা নিয়ে রাস্তায় নেমেছিলেন মদন৷ সেই সময় তিনি বলেছিলেন, ‘‘রামের নামে একটি দল তলোয়ার চালাচ্ছে৷ আর তৃণমূল রিক্সা টেনে নিয়ে যাচ্ছে৷’’ নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ভবানীপুরেও প্রতিবাদ কর্মসূচি পালন করেছিলেন মিদন মিত্র৷ 

আরও পড়ুন- বিচারপতি ও নিলাম অফিসার সেজে ভিন রাজ্য থেকে প্রতারণা, গ্রেফতার ২

প্রসঙ্গত, শুধু পশ্চিমবঙ্গ নয়৷ দেশের বিভিন্ন রাজ্যে জ্বালানি তেলের দামে আগুন৷ বেশির ভাগ জায়গাতেই পেট্রোলের দাম ১০০ ছুঁয়েছে৷ ডিজেল রয়েছেন ৯০ এর ঘরে৷ পাল্লা দিয়ে বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় বস্তুর দাম৷ যার জেরে ভুগতে হচ্ছে মধ্যবিত্ত মানুষকে৷ 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =