কলকাতা: ‘গ্রেফতার অনুব্রত’৷ গরু পাচারকাণ্ডে নাটকীয়ভাবে গ্রেফতার হন তিনি৷ এর পরেই বিস্ফোরক মদন মিত্র৷ তিনি বলেন, দল চাইলে এসএসকেএম হাসপাতাল থেকে অনুব্রত ‘ইজি’ নিজেকে ‘অসুস্থ’ বলে লিখিয়েই নিতে পারতেন৷
আরও পড়ুন- অনুব্রত গ্রেফতার! খবর পেয়েই পার্থের প্রশ্ন, ও কি এই জেলেই আসবে?
গরু পাচার মামলায় অনুব্রতকে দশ বার সমন পাঠিয়েছে সিবিআই৷ এর মধ্যে মাত্র একবার হাজিরা দিয়েছেন বাকি৷ প্রতিবারই অসুস্থতার কারণ দর্শিয়ে হাজিরা এড়িয়েছেন৷ গত সোমবারও তাঁকে নিজাম প্যালেসে তলব করা হয়েছিল৷ ওই দিন চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে সিবিআই দফতরে না গিয়ে সোজা চলে যান এসএসকেএম হাসপাতালে৷ তাঁর আসার আগে থেকেই বুক ছিল উডবার্ন ওয়ার্ডের কেবিন৷ কিন্তু এসএসকেএম তাঁকে ভর্তি নেয়নি৷ চিকিৎসকরা জানান, অনুব্রতর ভর্তি হওয়ার প্রয়োজন নেই৷ ফলে এসএসকেএম থেকে তিনি ফিরে যান বোলপুরে৷ এর পর বুধবার ফের তাঁকে হাদিরা দিতে বলা হয়৷ ওই দিনও অসুস্থতার কারণে তলব এড়িয়ে যান বীরভূমে তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এর পরই বৃহস্পতিবার সোজা তাঁর বাড়িতে হানা দেয় সিবিআই৷ গোটা বাড়ি বাইরে থেকে ঘিরে ফেলে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷ আটক করা হয় কেষ্টকে৷
অনুব্রত যে সিবিআই জেরা এড়াতেই অতীতে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং ফের হতে চেয়েছিলেন— সেই অভিযোগ তুলে ইতিমধ্যেই সোচ্চার বিরোধীরা। এরই মধ্যে কামারহাটির বিধায়ক মদনের দাবি, দল কখনওই অনুব্রতকে সিবিআই-এর কাছে হাজিরা দিতে বারণ করেনি। দল যদি সত্যিই সেটা চাইত, তা হলে পিজি হাসপাতাল থেকে অনায়াসেই ‘অসুস্থ’ লিখিয়ে নিতে পারতেন অনুব্রত। অনুব্রতের গ্রেফতারের পর মদনের এই মন্তব্যে বিতর্কের ঝড়৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>
