কাঁকিনাড়া: গতকাল, ২ ফেব্রুয়ারি থেকে রাজ্যে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে মিলেছে দুর্ঘটনার খবর৷ শ্যামনগর হাইস্কুলে পরীক্ষার সিট পড়েছিল কাঁকিনাড়ার বাসিন্দা রাজকুমার সাউয়ের। পরীক্ষা দিয়ে ট্রেনে করে বাড়ি ফিরছিল সে৷ সেই সময়ই ঘটে বিপত্তি। কাঁকিনাড়া স্টেশনের কাছে ট্রেন থেকে পড়ে যায় ওই মাধ্যমিক পরীক্ষার্থী। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তার শারীরিক অবস্থার অবনতি হলে কল্যাণী জে এন এম হাসপাতালে রেফার করে দেওয়া হয়। কিন্তু, শেষ রক্ষা হয়নি। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন৷ সন্তান হারিয়ে শোকে পাথর পরিবার৷ শোকস্তব্ধ ভাটপাড়া ৫ নম্বর সাইটিংয়ের ৮ নম্বর ওয়ার্ড।